দুমকিতে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ | ০৮ জুন ২০২৪, ১২:২০

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন-এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা ৮টায় প্রেসক্লাব দুমকির হল রুমে ক্লাবের সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে এক অনরম্ভর অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন দুমকি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীরামপুর  ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ছালাম, ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর সভাপতি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন, জাতীয় পার্টির সহ সভাপতি ফ্লাইট সার্জন (অব.) মো. ফজলুল হক, ‍দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জামাল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক ও দৈনিক যগান্তরের উপকূল প্রতিনিধি মো. সহিদ সরদার, এলএএম ইউনাইটেড মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মাওলা, সহকারী অধ্যাপক মো. হেমায়েত উদ্দীন, সহকারী অধ্যাপক মো. আতিকুর রহমান। 

উপস্থিত ছিলেন প্রেস ক্লাব দুমকির বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ সুশীল সমাজের নেতৃবৃন্দ। দৈনিক যায়যায়দিন এর দুমকি উপজেলা প্রতিনিধি মো. আনিসুর রহমান মিন্টুর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিথিরা। পরে প্রধান অতিথি প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে যায়যায়দিনের ১৯বছর পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। 


যাযাদি