ঈশ্বরদীতে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ | ০৭ জুন ২০২৪, ১৬:০৮ | আপডেট: ০৭ জুন ২০২৪, ১৬:১১

ঈশ্বরদী প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

দেশের পাঠক নন্দিত বহুল প্রচারিত পত্রিকা দৈনিক যায়যায়দিনের ১৮ বছর পূর্তি এবং ১৯ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ জুন) রাত ৯ টায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আরম্বর আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।

যায়যায়দিনের ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি খালেদ মাহমুদ সুজনের সভাপতিত্বে এবং ঈশ্বরদী প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি মহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ কিরন, ঈশ্বরদী থানার উপপরিদর্শক (তদন্ত কর্মকর্তা) মো. মনিরুল ইসলাম, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধাক্ষ্য ইসমাইল হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক ইনকিলাব প্রতিনিধি এস এম রাজা, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ সভাপতি, আজকের পত্রিকার প্রতিনিধি খোন্দকার মাহবুবুল হক দুদু, সাপ্তাহিক ঈশ্বরদী পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম আবুল বাসার, সাপ্তাহিক ঈশ্বরদী সম্পাদক এবং সমকাল প্রতনিধি সেলিম সরদার, প্রভাষক এম রাশেদুল আওয়াল রিজভী, বীর বাংলা সম্পাদক ওহীদুজ্জামান টিপু, ওয়াহেদ আলী সিন্টু, কালের কন্ঠ প্রতিনিধি শেখ মেহেদী হাসান, বিজয় টিভি প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, সংবাদ সারাবেলা প্রতিনিধি সৌরভ কুমার দেবনাথ, এশিয়ান টিভি প্রতিনিধি রাসেল আলী এবং মাহফুজুর রহমান নাশিদ, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মিঠুন, সংবাদ ভূমির যুগ্ন সম্পাদক মাহমুদুল হাসান, গণকন্ঠ প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমূখ।

অনুষ্ঠনটির সার্বিক সহযোগিতা করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ঈশ্বরদী উপজেলা শাখার আহবায়ক আবদুস সোবাহান নাহিদসহ যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ঈশ্বরদী শাখার সকল সদস্যবৃন্দ।

যাযাদি/ এসএম