রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  ০৭ জুন ২০২৪, ১৫:৪৩
ছবি-যায়যায়দিন

১৯ বছরে পদার্পণ করেছে অগনিত পাঠকের প্রিয় দৈনিক যায়যায়দিন। পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশের জেলা-উপজেলার প্রতিনিধিদের আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।

তারই ধারাবাহিকতায় নেত্রকোণার পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে বৃহস্পতিবার যায়যায়দিনে ১৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে পূর্বধলা প্রেসকাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মাসুদ হাওলাদার, পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন বকুল, লেখক গবেষক আলী আহম্মদ খান আইয়োব, কাপাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কফিল উদ্দিন খান, পূর্বধলা প্রেসকাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম তালুকার, আওয়ামী লীগ নেতা মো: মিজানুর রহমান মজিবর, এনআরবিসি কমার্শিয়াল ব্যাংক পূর্বধলা শাখার ব্যবস্থাপক মো. আল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পূর্বধলা শাখার আহবায়ক জাকির আহমদ খান কামাল। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: ফজলুল হক তারা মিয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশন পূর্বধলা শাখার সভাপতি এমদাদুল হক বাবুল, পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দীকী মামুন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন পূর্বধলা শাখার সাধারণ সম্পাদক দীপক সরকার, পূর্বধলা প্রেসকাবের সহ সভাপতি মো: নূর আহম্মদ খান রতন, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম মোস্তফা, দেওটুকোণ আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চন্দ্র সরকার, আজকের আরবানের প্রতিনিধি ও আরবান একাডেমির ভাইস প্রিন্সিপাল মো: ফিরোজ মিয়া, দৈনিক আমার সমাচার ডটকমের সম্পাদক মো: এমদাদুল ইসলাম, এশিয়ান টিভির নেত্রকোণা জেলা প্রতিনিধি আমিনু ইসলাম মনি, পূর্বধলা হেল্পলাইনের ক্রিয়েটর এডমিন ও পূর্বধলার দর্পনের সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: শফিকুল ইসলাম খান, প্রেসকাব পূর্বধলার সভাপতি এসএম ওয়াদুদ, যুগান্তর পত্রিকার পূর্বধলা উপজেলা প্রতিনিধি তৌহিদুল কবীর রাসেল, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আলী জুয়েল, দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ খান। এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আতাউর রহমান, সাংবাদিক আব্দুল্লাহ সাকিব, মানবজমিনের পূর্বধলা উপজেলা প্রতিনিধি জুবায়েদ হোসেন বাচ্ছু, আজকের আরবানের স্টাফ রিপোর্টার নাহিদ ইসলাম আলম, সাংবাদিক মো: জিয়াউর রহমান, আল আমিন শেখ, নজরুল ইসলাম, আব্দুল আল মামুন, মোঃ খোকন মিয়া, শাহিন খন্দকার, মোঃ চন্দন মিয়া, সাগর আহমেদ জজ প্রমূখ।

আলোচনা শেষে সবার অংশ একটি র‌্যালী অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপযাপন উপলক্ষে ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটিার সভাপতি, প্রধান শিক্ষক মো: আব্দুল মোতালিব ও শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে