রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

দীঘিনালায় যায়যায়দিনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এম মহাসিন মিয়া, দীঘিনালা (খাগড়াছড়ি)
  ০৭ জুন ২০২৪, ১৪:৫৮
ছবি-যায়যায়দিন

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় নানা উৎসাহ, উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৬জুন (বৃহস্পতিবার) সকাল ১১টায় দীঘিনালা উপজেলা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব সুফি।

দৈনিক যায়যায়দিনের ১৯তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, যায়যায়দিন পত্রিকা প্রতিষ্ঠালগ্ন থেকেই পাঠক মহলে সারা জাগিয়েছে। যেকোনো পরিস্থিতিতে পত্রিকাটি জনগণের আস্থা অর্জনে সর্বদা কাজ করবে বলে তাঁদের বিশ্বাস। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দৈনিক যায়যায়দিন আরও এগিয়ে যাবে বলে মনে করেন তাঁরা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সিনিয়র সদস্য উজ্জ্বল চৌধুরী, নুর হোসেন, সোহেল রানা, আল-আমিন, যায়যায়দিনের দীঘিনালা প্রতিনিধি এম মহাসিন মিয়া, জেলা স্টাফ রিপোর্টার রিপন সরকার, স্থানীয় শিক্ষকবৃন্দ সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে