রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

প্রাণোচ্ছ্বল বর্ষপূর্তি শুভেচ্ছায় সিক্ত যায়যায়দিন

জাবেদ আবেদীন শাহীন, কক্সবাজার
  ০৭ জুন ২০২৪, ১৪:৫৬
ছবি-যায়যায়দিন

দেশে সংবাদপত্রের পথচলায় "যায়যায়দিন" এর সাফল্য ও গৌরবগাঁথা ঈর্ষান্বিত। আনন্দঘন মাহেন্দ্রক্ষণে প্রাণোচ্ছ্বল পরিবেশের মধ্য দিয়ে কক্সবাজারে পালিত হলো পাঠকনন্দিত দৈনিক ‘যায়যায়দিন” এর প্রতিষ্ঠাবার্ষিকী। উৎসব মুখর দিনের আয়োজনে অংশ নেন বরেণ্য জন।

জাতীয় দৈনিক "যায়যায়দিন" ১৯তম বছরে পর্দাপন উপলক্ষে ৬ জুন ২০২৪ জমকালো ভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে কেক কাটা, ও অলোচনার পর মিষ্টি মুখের মধ্যদিয়ে পত্রিকাটির বর্ষপূীর্ত পালন হয়েছে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও আশীর্বাণীতে মুখর হয়ে সভা। এ সময় ফুলেল শুভেচ্ছা ও পত্রিকার দীর্ঘায়ু কামনা করেছেন বক্তারা। দোয়া ও প্রশংসা করেছেন পত্রিকার নিরপেক্ষ সাংবাদিকতায়।

অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যায়যায়দিন এর কক্সবাজার জেলা প্রতিনিধি জাবেদ আবেদীন শাহীন(এম.এ)। প্রধান অতিথি ছিলেন কক্সবাজারে জননন্দিত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল আবছার, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যথিং অং , কক্সবাজার সরকারী মহিলা কলেজের এর অধ্যক্ষ ফারুখ আহম্মদ, কক্সবাজারে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাাম্মদ আলী, মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরী, ডেইলি স্টারের স্টাফ রির্পোটার কক্সবাজারের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাহ, কক্সবাজার সিটি কলেজের পর্যটন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মঈনুল হাসান পলাশ, কক্সবাজার পৌরসভার ১১নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল হক মাঝু, মোহাম্মদ হোসাইন মাসু যগ্ন সাধারন সম্পাদক জাসদ কক্সবাজার, কক্সবাজার রির্পোটারস ইউনিটির সভাপতি মানবজমিন পত্রিকার কক্সবাজারের স্টাফ রির্পোটার রাসেল চৌধুরী, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আমিরুল ইসলাম রাশেদ (সময়ের আলো)।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, বস্তুনিষ্ঠ সংবাদ, সমাজের বঞ্চিত, নিপীড়িত, শোষিত মানুষের কথা বলা, সমাজের নানা অসংগতির সার্বিক বিষয় লেখুনির মধ্যদিয়ে তুলে আনতে সক্ষম হয়েছে ”যায়যায়দিন”। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক।

তিনি বলেন, সমাজকে বদলাতে সাংবাদিকদের লিখনির গুরুত্ব অনেক বেশি। আপোসহীন সাংবাদিকতায় ঝুঁকি থাকলেও তাদের লেখনির কারণে জাতির উপকার হয়। সাংবাদিকতার নৈতিকতাবোধ জাগ্রত রেখে সঠিক লেখণির মাধ্যমে সবকিছু তুলে ধরলে তবেই এই সমাজ বদলাবে।

প্রতিষ্ঠার পর থেকে দৈনিক যায়যায়দিন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে পাঠক হদয়ে এক অনন্য মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা। তারা বলেন, ”যায়যায়দিন” সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাহসী ভূমিকা অতীতে রেখেছিল ও এখনও রাখছে। সাংবাদিকরা একটি সংবাদপত্রের প্রাণ। তাদের নিখুঁত লেখনীর মাধ্যমে সংবাদপত্র এগিয়ে যায়। সাংবাদিকতার ধারা কিন্তু বদলে গেছে। সমাজের পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিটি সাংবাদিকদের আধুনিক চিন্তা-চেতনা ধারণ করতে হবে। তারা আরো বলেন, পর্যটন নগরী কক্সবাজারের নানা সমস্যা সম্ভাবনা নিয়ে ”যায়যায়দিন” এ অনেক ভালো প্রতিবেদন বেশ সাড়া জাগিয়েছে। আশা করি ”যায়যায়দিন” সেই ধারা আগামীতেও অব্যাহত রাখবে। সবশেষে বক্তারা যাযযায়দিন এর উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবদুল মজিদ, মুক্তিযোদ্ধা সুনীল বড়ুয়া, মুক্তিযোদ্ধা আফতাফ হোসেন, মুক্তিযোদ্ধা রশীদ আহম্মদ, মুক্তিযোদ্ধা গোপাল দাশ, মোস্তফা আনোয়ার ইকবাল, নুরুল হক, আবু সামা আবু, সাংস্কৃতিক জোটের এর সাবেক সভাপতি আবদুল মতিন আযাদ, সাংবাদিক আমানুল হক বাবুল (মোহনা টিভি), সাংবাদিক সাহেদ ফেরদৌস হীরু (দৈনিক সকালের সময়), সাংবাদিক মাহিউদ্দিন (সমুদ্রকন্ঠের বিশেষ প্রতিনিধি) সাংবাদিক ইরফানুর, রতন দাশ সাধারন সম্পাদক ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশন, কক্সবাজার জেলা, সাংবাদিকয় বৈদ্যা, আসীফ, তারিফ, তানভীর,প্রমুখ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে