সেনবাগে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ | ০৭ জুন ২০২৪, ১৪:৩২

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

আলোচনা সভা, কেক কেটে ও নানান আয়োজনে নোয়াখালীর সেনবাগে পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিনের ১৯ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় সেনবাগ শিক্ষক সমিতি কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও যায়যায়দিন সেনবাগ প্রতিনিধি এন এইচ সুমনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মো: গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, উপজেলা বিএনপির সদস্য সচিব মাষ্টার মোক্তার হোসেন ইকবাল, কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক সুমন, সেনবাগ পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুল,সেনবাগ সরকারি কলেজের সাবেক ভিপি মফিজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, কাউন্সিলর বদরুল হোসেন, কাউন্সিলর কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি এ এন এম শহীদ উল্যাহ, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,সাংবাদিক কাজী ফখরুল ইসলাম, পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাষ্টার হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক ইয়াছিন দুলাল, সহকারী শিক্ষক সমিতির সভাপতি সাহাব উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক দিলিপ কুমার ভৌমিক, বিশিষ্ট ঠিকাদার গোলাম মোস্তফা, বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোস্তাকুজ্জামান খোকন,ছাত্রলীগ নেতা শাহরিয়ার ইয়াছিন,ফরহাদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় অতিথি বৃন্দ যায়যায়দিনের ভূয়সী প্রশংসা করেন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 

আলোচনা শেষে অতিথি বৃন্দ কেক কেটে পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ বছরে পদার্পণ উদযাপন করেন।

যাযাদি/ এস