মাগুরায় যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ | ০৭ জুন ২০২৪, ১১:১০

মাগুরা প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

মাগুরায় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুল মিলনায়তনে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে এ প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠিত হয়। 

বিকেল ৫ বাঁজতে না বাজতেই শিশুরা রংতুলি ও বোর্ড নিয়ে হাজির হয় বিদ্যালয়টির হল রুমে। কতৃপক্ষের নির্দেষ পাওয়ার সাথে সাথে  শিশুরা তাদের রংতুলির আচড়ে যায়যয়িদিনের জন্মদিনের বিভন্ন আঙ্গিকে ছবি আকা শুরু করে। দেড়ঘন্টা ধরে তারা নিজেদের মনের মতো ক্যানভাসে আকে যায়যায়দিনের জন্মদিন, পত্রিকার কাভার পেজ, পত্রিকার সংবাদের হেডলাইনসহ নানা বিষয়ে তুলির ছোয়ায় ফুটে উঠায়। প্রতিযোগিতা শেষে বিজয়ীসহ প্রত্যেক অয়শগ্রহনকারীকে পুরস্কার দেওয়া হয়। 

এর আগে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাজিপুর কলেজের অধ্যক্ষ সমাজ সেবক কনক কান্তি সাহা । 

বিশেষ অতিথি ছিলেন চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার অলোক বোস, মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের চারুকলার সিনিয়র শিক্ষক সুজল কুমার বিশ্বাস, বক্তব্য রাখেন, যায়যায়দিনের জেলা প্র্র্র্র্রতিনিধি বিশ্বজিৎ বাপী, কবি বিএম সজীব, নুরজাহান বেগম, তমালিকা আহম্মেদ,  বিশ^াস মো; সোহাগসহ প্রমুথ। বক্তারা পত্রিকাটির আদর্শ সংবাদ ও প্রচার সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

যাযাদি/ এস