১৯ বছরে যায়যায়দিন পাঠকের মন ছুয়েছে : জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী
প্রকাশ | ০৬ জুন ২০২৪, ২০:১৬ | আপডেট: ০৭ জুন ২০২৪, ১৪:৫০
জমকালো আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে বৃহস্পতিবার(৬ জুন) দুপুরে দেশের স্বনামধন্য জাতীয় দৈণিক যায়যায়দিনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে নড়াইল শহরে বনাঢ্য র্যালী আলোচনা সভা,কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়। যায়যায়দিনের জেলা প্রতিনিধি মোঃ আল আমিনের সঞ্চালনায় শহরের টিটিসির কনফারেন্স রুমে নড়াইলের জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী প্রধান অতিথি হিসাবে কেক কেঁটে যায়যায়দিনের এ বর্ণিল আয়োজনের উদ্বোধন করেন।
পরে নড়াইল প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আল আমিনের সভাপতিত্বে ১৯তম বর্ষের পদার্পণে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আঞ্জুমান আরা,জেলা এনএসআইয়ের উপ পরিচালক মোঃ ইমদাদুল হক,টিটিসি অধ্যক্ষ প্রকৌশলী আবুল বাসার আল মামুন সিদ্দিকী,নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবর রহমান,আব্দুল হাই ডিগ্রি সিটি কলেজের সহযোগী অধ্যাপক মলয় কুমার নন্দী, নড়াইল বার্তার সম্পাদক হাফিযুর রহমান, সিনিঃ সাংবাদিক আব্দুস সাত্তার, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদর উপজেলার সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী মোঃ জুয়েল শেখ, এখন টিভির নড়াইল প্রতিনিধি মোঃ ইমরান হোসেন, নড়াইল বুলেটিংয়ের সম্পাদক নুরুন্নবী সামদানী, ভোরের কাগজের জেলা প্রতিনিধি শুভ সরকার,নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটারের ইনট্রাক্টর প্রবীর কুমার মন্ডল,সপ্নেরখোঁজে ফাউন্ডেশনের সোহাগ ফরাজি,রাজ হোসেন সহ বিভিন্ন সরকারি,বে- সরকারি,এনজিও প্রতিনিধি,ব্যবসায়ী,শিক্ষক,শিক্ষার্থী,ফ্রেন্ডস ফোরামের সদস্যবৃন্দ সহ প্রায় ৩শতাধিক পাঠক অংশ গ্রহণ করেন।
যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম বলেন, দেশের একমাত্র বড় প্রিন্টিং প্রেস হিসাবে বিখ্যাত যায়যায়দিন যা জণসাধারণ ঢাকা শহরের তেজগাঁও এর লাভ রোডে যাতায়তের সময় কাচের গøাসের সুনিপূণ প্রিন্টটি দেখতে পারেন। যা প্রিন্টিং প্রেসশিল্পের বৈপ্লবিক নির্দশন। তিনি যায়যায়দিরে মফস্বলে যারা কাজ করে তাদের কে ব্যাবস্থাপণা বিভাগের আন্তরিকতা আরো জোরদার করার দাবি করেন।
জেলা গোয়েন্দা সংস্থা (এনএসআইয়ের) উপ পরিচালক মোঃ ইমদাদুল হক বলেন, বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনে যায়যায়দিন একটি ব্রান্ড। যা অল্প দিনে পাঠকের কাছে যায়গা করে নিয়েছে।
বিশেষ অতিথি পৌর মেয়র বলেন যে কলেবরে যায়যায়দিন করোনার সময়ও পাঠকের কাছে পত্রিকাটি পৌছে দিয়েছেন তাতে করে বোঝা যায় পত্রিকাটি বাংলাদেশের পাঠকের কাছে আস্থার যায়গা নিয়েছেন। তিনি যায়যায়দিনের সুষ্ঠধারা মাধ্যমে দেশের উন্নয়নের ধারা অব্যাহত ও সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখতে ব্যবস্থাপণা বিভাগের দৃষ্টি আর্কষন করেন।
প্রধাণ অতিথি জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী বলেন, পাঠক নন্দিত যায়যায়দিন পত্রিকাটি সুষ্ঠ সংবাদ পরিবেশন সহ মাল্টিমিডিয়াটি পাঠকের মন ছুয়েছে। তিনি বলেন যায়যায়দিন সম্পাদক,প্রকাশক সহ যারা রুট লেবেলে কাজ করে তারা নিতি নৈতিকতা নিয়ে সুষ্ঠধারার সংবাদ পরিবেশন করে তিনি যায়যায়দিনের উত্তরাত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। আলোচনা শেষে দোয়া ও খাবার বিতরণ করা হয়।
যাযাদি/ এস