বগুড়ার শাজাহানপুরে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে দেশের পাঠাকপ্রিয় ও প্রথম সারির জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ও বক্তব্য রাখেন।
তিনি তার বক্তব্যে যায়যায়দিনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বলেন, দৈনিক যায়যায়দিন পত্রিকা প্রতিষ্ঠালগ্ন থেকেই পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে। যেকোনো পরিস্থিতিতে পত্রিকাটি জনগণের আস্থা অর্জনে সর্বদা কাজ করবে বলে বিশ্বাস করি। পত্রিকাটির প্রশংসা করে বলেন, সত্যিই পত্রিকাটি সাধারণ মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নিতে সক্ষম হয়েছে। এমনিভাবে অতীতের ন্যায় পত্রিকাটি মানুষের হৃদয়ের স্থান অটুট রাখতে জাতীয়, আন্তর্জাতিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সমসাময়িক ঘটনার অন্তরালের আলোচিত সংবাদগুলো বস্তুনিষ্ঠতার সাথে প্রকাশ করবে এটাই প্রত্যাশা করি।
দৈনিক যায়যায়দিন পত্রিকার বগুড়া শাজাহানপুর প্রতিনিধি মোঃ আবদুল ওহাব এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ ফারুক হোসেন, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, একুশে টেলিভিশন বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক বগুড়া প্রতিনিধি সাংবাদিক সাইদুজ্জামান তারা, সাংবাদিক রিপন,। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের লোকজন উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে মনোমুগ্ধকর করে তুলেন। সকলেই যায়যায়দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
যাযাদি/এসএস