নকলায় বর্ণাঢ্য আয়োজনে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ | ০৬ জুন ২০২৪, ১৭:৩৯

নকলা (শেরপুর) প্রতিনিধি
ছবি যাযাদি

শেরপুরের নকলায় উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পাঠকনন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১২টায় যায়যায়দিনের ফ্রেন্ডফোরামের আয়োজনে নকলা প্রেসক্লাব মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

যায়যায়দিনের নকলা প্রতিনিধি শফিউল আলম লাভলু'র সভাপতিত্বে এশিয়ান টিভির প্রতিনিধি খন্দকার জসিম উদ্দিন মিন্টু’র সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ।

এছাড়াও অন্যান্যাদের মাঝে বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক, নবাগত নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, যুবলীগ নেতা মো. মর্তুজ আলী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা পাঠকনন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকা দীর্ঘদিন ধরে দেশের মানুষের সমস্যা ও উন্নয়নের কথা সমানভাবে তুলে ধরছে। এ ধারা অব্যাহত রাখতে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে অতিথিরা কেক কাটা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

এছাড়াও নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী মো. আরেফিন পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এএইচ শামীম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্ধ, জনপ্রতিনিধি, ছাত্রলীগ, বিভিন্ন স্বেচ্ছাসেবক সংসগঠনের প্রতিনিধরাসহ স্থানীয় সাংবাদিকরা পাঠকনন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকাকে শুভেচ্ছা জানান এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

যাযাদি/এসএস