দেবহাটায় যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ | ০৬ জুন ২০২৪, ১৫:৪৭

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

সাতক্ষীরার দেবহাটায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (৬ জুন) এ উপলক্ষে দেবহাটা উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

দৈনিক যায়যায়দিন পত্রিকার দেবহাটা প্রতিনিধি মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন ও আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী।

আলোচনা সভা শেষে জাঁকজমকপূর্ন পরিবেশে কেঁক কেটে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দ।

এসময় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাবেক আহবায়ক আজিজুল হক, সহ-সভাপতি অধ্যাপক রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেন সবুজ সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম