গাজীপুর সদরে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

প্রকাশ | ০৬ জুন ২০২৪, ১৫:৪৪ | আপডেট: ০৬ জুন ২০২৪, ১৫:৪৬

গাজীপুর (সদর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

গাজীপুর সদর উপজেলায় দেশের পাঠক নন্দিত ও বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৬ জুন) সকাল সাড়ে ১১টায় গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে ফ্রেন্ডস ফোরামের উদ্যােগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ফ্রেন্ডস ফোরাম গাজীপুর সদর উপজেলার সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও পত্রিকাটির উপজেলা প্রতিনিধি আইয়ুব খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন। 

বিশেষ অতিথি ছিলেন জয়দেবপুর থানার তদন্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন, অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ফেন্ডস ফোরামের উপদেষ্টা কবি ও লেখক শাহান সাহাবুদ্দিন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন। 

উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম খান, ফ্রেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক নুরুজ্জামান ভূঁইয়া, প্রেস ক্লাবের সহ সভাপতি মাহাবুব হোসেন, ফ্রেন্ডস ফোরামের মহিলা বিষয়ক সম্পাদক ঝর্ণা আক্তার, প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, খোলা কাগজ সদর উপজেলা প্রতিনিধি আরিফ খান, বিষয়ক সম্পাদক মানিক মিয়া, সহ প্রেস ক্লাবের ও ফ্রেন্ডস ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, জাতীয় দৈনিক যায়যায়দিন দেশের পাঠক নন্দিত, জনবান্ধন ও বহুল প্রচারিত একটি  দৈনিক পত্রিকা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও দশের কথা বলে। ইতিমধ্যে পত্রিকাটি পাঠক হৃদয় জয় করে ১৯ তম বার্ষিকীতে পদার্পন করেছে।  প্রতিষ্ঠাবার্ষিকীতে যায়যায়দিন পত্রিকাটির শুভকামনা রইল। এগিয়ে চলার পথ আরও সুদীর্ঘ হোক। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষে কেক কেটে ও দোয়া পরিচালনার মধ্যে দিয়ে  অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

যাযাদি/ এসএম