শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

কুতুবদিয়ায় যায়যায়দিনের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০৬ জুন ২০২৪, ১৪:২০
ছবি-যায়যায়দিন

কক্সবাজারের কুতুবদিয়ায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দেশের প্রথম সারির বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১১টায় উপজেলা গেইট যায়যায়দিনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুতুবদিয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি শাহেদুল ইসলাম মনির।এসময়,বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক আকবর খাঁন, কুতুবদিয়া উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউল রহমান, কুতুবদিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহম্মদ, কুতুবদিয়া বিদ্যুৎ প্রকৌশলী মু আবুল

হাসনাত,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফারহাদ মিয়া,আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সিকদার, কুতুবদিয়া থানার এসআই সুজন দাশ, মেরিন ফিশারিজ অফিসার মো. নাজমুস সাকিব, জাইকার প্রতিনিধি (ইউএফডি) জামাল উদ্দিন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহম্মদ বক্তব্য রাখেন।

এছাড়া, চ্যানেল এস টিভির প্রতিনিধি আনিসুল রহমান হিরু এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে কুতুবদিয়া জাতীয় পার্টির সদস্য সচিব আবদুল মোনাফ, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম লালা, বাংলাদেশ প্রতিদিন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান,দৈনিক যুগান্তরের প্রতিনিধি শাহ-জামাল,দৈনিক কক্সবাজার প্রতিদিনের প্রতিনিধি মনিরুল ইসলামসহ অনুষ্ঠানের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যায়যায়দিনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, দৈনিক যায়যায়দিন পত্রিকা প্রতিষ্ঠালগ্ন থেকেই পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে। যেকোনো পরিস্থিতিতে পত্রিকাটি জনগণের আস্থা অর্জনে সর্বদা কাজ করবে বলে তাদের বিশ্বাস। সত্যই পত্রিকাটি সাধারণ মানুষের মনের মণিকোঠায় যায়গা করে নিয়েছে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তাদের অবস্থানকে সুদৃঢ় করবে। বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য জনপ্রিয় খবরের কাগজ দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপন দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সাথে দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে