কালিয়াকৈরে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ | ০৬ জুন ২০২৪, ১৩:৩৩
গাজীপুরের দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষ্যে উপজেলা চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে উপজেলা ছাত্রদল দক্ষিণ শেষে থানা চত্বরে গিয়ে শেষ হয়। পরে কালিয়াকৈর মডেল প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ইমারত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল ।
প্রধান অতিথি বলেন, যে বেশি কাজ করে তার ভুল বেশি হয়, যে কাজ করে না তার কোন ভুল হয় না। উপজেলায় আমরা অনেকগুলো কাজ বাস্তবায়ন করে যাচ্ছি। অনেক সময় দেখা যায় অনেক সাংবাদিকরা কাজের প্রকৃত বিষয় না বুঝে ভুল সংবাদ পরিবেশন করে থাকে কিন্তু এটা প্রত্যাশিত নয়। এ বিষয়ে আমরা বিব্রত বোধ করি। আপনারা যদি আমাদের কোন কাজে কোন ত্রুটি-বিচ্যুতি পান তাহলে ফেসবুকে না দিয়ে মেসেঞ্জারে দিবেন যাতে আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারি। সরকারি বিভিন্ন উন্নয়নকান্ড আপনাদের পত্রিকায় তুলে ধরে দেশের উন্নয়নের কথা তুলে ধরবেন ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা লুৎফর রহমান, জাইকার প্রকল্প প্রতিনিধি মো. আবু তাহের সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, মডেল প্রেসক্লাবের ক্লাবের যুগ্ন সম্পাদক সাগর আহমেদ রিপন, সাংগঠনিক সম্পাদক আফসার খান বিপুল, মাজহারুল ইসলাম, জীবন আহমেদ, মোশাররফ হোসেন, আহসান হাবীব শেখর , আফজাল হোসেন, সোহরাব রহমান,মিজানুর রহমানসহ অন্যান্যরা। এছাড়াও উপজেলা চত্বর এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এসএম