১৯তম জন্মদিন পালিত
যায়যায়দিনের সঙ্গে থাকার প্রত্যয় খুলনার পাঠকদের
প্রকাশ | ০৬ জুন ২০২৪, ১৩:২৪ | আপডেট: ০৬ জুন ২০২৪, ১৩:৪০
জমকালো আয়োজনের মধ্য দিয়ে খুলনায় বৃহস্পতিবার (৬ জুন) সকালে দৈনিক যায়যায়দিনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। নানা ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় এ বছর 'যায়যায়দিন বিশেষ সম্মাননা' দেওয়া হয়।
জৈষ্ঠ্যের বিদায়লগ্নে সকালের সোনা রোদ তখন ঝলমল করছিল। একে একে অনুষ্ঠানস্থলে আসছিলেন আমন্ত্রিত অতিথিরা। এইচআরসি, জোড়া গেইট, খুলনা অফিস মিলনায়তন সকাল ১০টায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শুরুতে যায়যায়দিনের ১৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে র্যালির আয়োজন করা হয়। পরে প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিদের নিয়ে জন্মদিনের কেক কাটেন ।
খুলনার জনপ্রতিনিধি, রাজনীতিক, অধ্যাপক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, আইনজীবী, মানবাধিকারকর্মী, বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিকসহ সর্বস্তরের সুধীজন এই আয়োজনে শামিল হন। খুলনার পাঠক-সুধী ও শুভানুধ্যায়ীরা প্রত্যয় ব্যক্ত করেন, আগামী দিনে যায়যায়দিনের পথচলায় সঙ্গী হওয়ার।
অনুষ্ঠান স্থলে অতিথিদের স্বাগত জানান, যায়যায়দিনের সিনিয়র ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট মো: নুরুল হক ও খুলনা ব্যুরো প্রধান মো. আতিয়ার রহমান।
সভায় প্রধান অতিথি বলেন, সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে ১৯ বছর আগে যায়যায়দিন যাত্রা শুরু করে। অতি অল্প সময়ের মধ্যে পত্রিকাটি অভাবনীয় জনপ্রিয় হয়ে ওঠে। সাহসী ও খবরের পেছনের সঠিক তথ্য তুলে ধরে এবং নিরপেক্ষ সংবাদ প্রকাশের মধ্যদিয়ে মানুষ গ্রহণযোগ্যতা অর্জন করে।
যায়যায়দিনের জন্মদিনে পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ও প্রকাশক সাঈদ হোসেন চৌধুরীসহ যায়যায়দিন পরিবারের সবার মঙ্গল কামনা করে তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে পত্রিকাটি জনগণের আস্থা অর্জনে সর্বদা কাজ করবে বলে তার বিশ্বাস।
খুলনা ব্যুরো প্রধান মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো: ফারুক আহম্মেদ, খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা চেম্বারের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম, বিপিএম-সেবা,খুলনা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মাদ ইব্রাহীম খালিল, শিল্প পুলিশের পুলিশ সুপার কানাই লাল সরকার, খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: তানভীর আহম্মেদ খুলনা বিভাগীয় পার্সপোর্ট অফিসের পরিচালক আবু সাইদ।
যায়যায়দিন পরিবারের পক্ষ থেকে এবার ৮ জন্যকে সম্মাননা দেয়া হয়। প্রধান অতিথির হাত থেকে সম্মাননা গ্রহণ করেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি (উত্তর ) মো: তাজুল ইসলাম (পিপিএম), খুলনা সদর থানার অফিসার ইনছার্জ মো: কামাল হোসেন (পিপিএম), নারী সাংবাদিতায় বিশেষ সম্মাননা পেয়েছেন ইসমাত জাহান ববি, খুলনা সদর থানার এস,আই,সুকান্ত দাশ, কন্ঠ শিল্পী হিসেবে সম্মাননা পেয়েছেন এম রুমানিয়া, সাংবাদিতায় সম্মাননা পেয়েছেন যায়যায়দিনের খুলনা ব্যুরো প্রধান মো: আতিয়ার রহমান (শান্ত)।
বিশেষ সম্মাননা দেয়া হয়, যায়যায়দিনের সিনিয়র ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট মো: নুরুল হক ও এইচ, এইচআরসি গ্রুপের ইনচার্জ মো: বদিউলু আলমকে।
আরও সম্মাননা পেয়েছেন, খালিশপুর থানা ১২ নং ওয়ার্ড সভাপতি মো: মুজতবা নজর,সাংবাদিক মো: কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: মেহেদী হাসান, মো: রাজিবুল ইসলাম (রাজিব) এইচ আলম হক সাগর, এ এস আই মো: আ: হালিম, বিশিষ্ট ব্যবসায়ী মো: এস এম বকুল, আনিশা আফরিন , তৌয়ব আলি।
যাযাদি/ এস