জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের জাবি প্রেসক্লাব কক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা চর্চা থেকে শুরু করে জাতীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সবসময়ই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে দৈনিক যায়যায়দিন। বক্তারা যায়যায়দিনের এ অগ্রযাত্রা আরও বেশি জোরদার হবে বলে আশা ব্যক্ত করেন এবং উত্তরোত্তর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে দৈনিক যায়যায়দিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শিহাব উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জাবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক, ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি নোমান বিন হারুন, সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক ও প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রাহাত চৌধুরী, যুগ্ম-আহবায়ক আমার বার্তা প্রতিনিধি মো. সৌরভ, সদস্য সচিব দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি তানভীর ইবনে মোবারক, যুগ্ম-সদস্য সচিব নজরুল ইসলাম নাঈমসহ দৈনিক যায়যায়দিনের বিভিন্ন শ্রেণির পাঠক ও শুভানুধ্যায়ী প্রমুখ।
যাযাদি/ এস