নবী মুহাম্মদ (সা.)-এর প্রতিদিনের সকাল শুরু হতো ইবাদত, কোরআন তিলাওয়াত এবং দোয়ার মাধ্যমে, যা আমাদের জন্য একটি আদর্শ পথনির্দেশনা। তাঁর দিনের শুরু ছিল বরকতময় ও সুশৃঙ্খল, যা আমরা অনুসরণ করে আমাদের জীবনকে আরও অর্থবহ করে তুলতে পারি।
নবীজি (সা.) শেষ রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। কোরআনে বলা হয়েছে_____
“আর রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করো; এটি তোমার এক অতিরিক্ত কর্তব্য। শিগগির তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত স্থানে উন্নীত করবেন।” (— সুরা ইসরা: ৭৯)
নবীজি (সা.) বলেন:
“তোমাদের মধ্যে যে ব্যক্তি পরিবার-পরিজনসহ নিরাপদে সকালে উপনীত হয়, সুস্থ শরীরে দিনাতিপাত করে এবং তার কাছে সারা দিনের খোরাকি থাকে, তাহলে তার জন্য যেন গোটা দুনিয়াটাই একত্র করা হলো।”— তিরমিজি: ২৩৪৬; ইবনু মাজাহ: ৪১৪১
নবীজি (সা.) তাঁর উম্মতের জন্য দিনের শুরুতে বরকতের দোয়া করতেন:
এই কারণে তিনি যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতেই পাঠাতেন, যাতে বরকতের সময়ে কাজ শুরু হয়।
যাযাদি/ এম