জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘মাওলানা মওদুদী রেহমুল্লাহ আমাদের ফেরকার ইমাম নন, তিনি একজন লেখক।’
সম্প্রতি একটি অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘মাওলানা মওদুদী রেহমুল্লাহ, তাঁর অনেক লেখনি বা কোনো বক্তব্য কোনও কোনও বিষয়ে অনেক ভিন্ন মত বিতর্ক করেন। আমরা পরিষ্কার বলছি,তিনি একটা আন্দোলনকে প্রতিষ্ঠা করেছেন।
তিনি কোরআনের তফসির লিখেছেন। সিরাত লিখেছেন, প্রচুর পরিমাণে ইসলামি গ্রন্থ তিনি রচনা করেছেন। দুনিয়ার ৪০ টিরও বেশি ভাষায় তার গ্রন্থ রচিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘একজন লেখক, তিনি তো মানুষ। কোনও লেখার মধ্যে কোনও বিতর্কিত কথা, কোনও ভুল ত্রুটি হতে পারে।
আমরা কখনওই মাওলানা মওদুদী রেহমুল্লাহকে আমাদের ফেরকার ইমাম মনে করি না।’
গোলাম পরওয়ার বলেন, ‘তিনি একজন মানুষ। তিনি একজন লেখক। তিনি গবেষক।
তিনি একজন আলেম ছিলেন। দুনিয়ার কোনো আলেম নিজেকে বলতে পারবে না যে আমার লেখনীর মধ্যে, বক্তব্যে ভুল নাই তো।’
তিনি আরও বলেন, ‘অধ্যাপক গোলাম আযম সব পরিষ্কার বলেছেন। ওনার লিখিত বইয়ের মধ্যে আছে ইসলামিক ঐক্য প্রচেষ্টা নামে একটা বই। তিনি লিখে গিয়েছিলেন,সেখানে তিনি বলেছেন, মাওলানা মওদুদী সম্পর্কে সমালোচনা হয়। হ্যাঁ, তার কোন লেখনিতে যদি কোনও ভুল থাকে, সেটা যদি প্রমাণিত হয়, আমাদের সামনে আসে, আমরা সেটা বাদ দেবো। আমরা সেটা অনুসরণ করি না।’
তিনি বলেন, ‘তিনি আমাদের ফেরকার ইমাম না, তিনি একজন লেখক।’