অপপ্রচার সত্ত্বেও হাটহাজারিতে আলেম সমাজ গণমানুষের ভালোবাসায় সিক্ত
প্রকাশ | ০১ নভেম্বর ২০২৪, ১০:৩৫
শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, আমাদের কোনো পরাজয় নেই, আমরা হয় গাজী হয়ে ফিরবো, না হয় শহীদ হয়ে মঞ্জিলে মকসুদে পৌঁছে যাবো। মনে পড়ে ঐসময়ের কথা প্রাণের মিলন মেলা মাহফিলগুলোতে আসতে আমাদের বাধা দেয়া হয়েছিল। সকল রাষ্ট্রযন্ত্রকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল, আমাদের ভাইদের হৃদয়কে ভেঙে চূর্ণবিচুর্ণ করা হয়েছিল। যারা আমাদের সত্য বলার অন্তরায় হয়েছিল, যারা তাদের নেত্রীকে খুশি করার জন্য কোরআনের ময়দানকে বাধা দিয়েছিল, তারা ভেসে গেছে, ময়দান টিকে আছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারীতে সমাজ কল্যাণ সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে আয়েজিত তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান আলোচকের বক্তব্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ বলেছেন, মসজিদের মিম্বার মাহফিল কিংবা সেমিনার থেকে আলেম সমাজ নিয়মিত ইসলামের বার্তা পৌঁছে দিচ্ছে। যৌতুক প্রথা বন্ধ, সঠিকভাবে মিরাস বণ্টন, মাদকের বিরুদ্ধে সমাজকে সোচ্চারসহ সমাজে অনেক গুরুত্ব বিষয় নিয়ে মিম্বারে ও মাহফিলে কথা বলে আসছেন ওলামায়ে কেরাম।
হাটহাজারী পার্বতী সরকারী উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত সংস্থার সেক্রেটারী মুহাম্মাদ আহসান উল্লাহ ও মাওলানা রিজওয়ান আরমানের যৌথ সঞ্চালনায় দ্বিতীয় দিবসের মাহফিলে দুপুর ২টা থেকে তিনটি অধিবেশনে সভাপতিত্ব করেন আল্লামা শেখ আহমদ, আল্লামা শোয়াইব জমিরী ও মাওলানা ওসমান সাঈদী।
বিশেষ অতিথির বক্তব্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, সকলের সম্মিলিত চেষ্টায় এবং সহস্রাধিক শহীদের রক্তে ভারতের গোলাম ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। ৫ আগস্টের এ বিপ্লবে মাদরাসার ছাত্ররাও শহীদ হয়েছেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সর্বদা সচেতন থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা শহীদদের ভুলে যাবেন না। ভারতের নির্যাতিত মুসলমানদের ব্যাপারে আমাদের আওয়াজ তুলতে হবে।
সাবেক এমপি বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরী শুভেচ্ছা বক্তব্যে বলেন, তরুণ যুবকদের রক্তের বিনিময়ে ৫ অক্টোবর আমরা স্বাধীন হয়েছি। ঐক্যবদ্ধভাবে এ স্বাধীনতাকে ভোগ করতে হবে, ভূখণ্ড রক্ষা করতে হবে। সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তাফসির মাহফিলে মাহফিলের দ্বিতীয় দিবসে তাফসির পেশ করেন মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মুফতী হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মাহমুদুল হোসাইন, মুফতী আব্দুল আজিজ, মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী, মাওলানা আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।
যাযাদি/ এস