ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি ধর্মীয় উৎসব চলাকালে মন্দিরের দেয়াল ধসে পড়ায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন।
গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার (৩০ এপ্রিল) ভোরে সিংহচলম এলাকায় অবস্থিত শ্রী বরাহ লক্ষ্মী নৃসিংহ স্বামী মন্দিরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, চন্দনোৎসবম নামের বার্ষিক উৎসব উপলক্ষে ভোরে ভক্তরা মন্দির প্রাঙ্গণে জড়ো হয়েছিলেন। এ সময় নবনির্মিত ২০ ফুট দীর্ঘ একটি দেয়াল আকস্মিকভাবে ধসে পড়ে। দেয়ালের ধ্বংসস্তূপে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আটজন ভক্ত।
উৎসব উপলক্ষে ভক্তরা দেবতার ‘নিজারোপা’ অর্থাৎ আসল রূপ দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। চন্দনোৎসবম উপলক্ষে প্রতি বছর একবার দেবতার চেহারা চন্দনের প্রলেপ সরিয়ে ভক্তদের দেখানো হয়, যা হিন্দু ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র ও মহৎ একটি মুহূর্ত বলে গণ্য হয়।
দুর্ঘটনার পরপরই জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) ও স্থানীয় প্রশাসনের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গলাপুদি অনিতা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, রাতভর টানা বৃষ্টিতে দেয়ালটি ভিজে নরম হয়ে গিয়েছিল। এর মধ্যে অতিরিক্ত জনচাপ সৃষ্টি হওয়ায় তা ধসে পড়ে।
ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধানমন্ত্রী নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন।
জানা গেছে, এই উৎসবে দেবতার দর্শনের জন্য দর্শনার্থীরা ৩০০ রুপি মূল্যের টিকিট কিনে লাইনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ এ ধরনের দুর্ঘটনায় উৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয় শোকে।