কলকাতায় আবাসিক হোটেলে আগুন, নিহত ১৪

প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৫, ০৯:২৭

যাযাদি ডেস্ক
মঙ্গলবার কলকাতার মেছুয়ায় একটি হোটেলে আগুন লাগে-আনন্দবাজার

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বড়বাজারে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছেন আরও অনেকেই। ধোঁয়ার কারণে হোটেলের ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীদের ঢুকতে বেগ পেতে হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ১০টি ইঞ্জিন।

প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নেভাতে পারেনি দমকল বাহিনী। বুধবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ৮টা) উদ্ধারকাজ চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আগুন লাগার পর আতঙ্কিত হয়ে বেশ কয়েক জন হোটেলের কার্নিশে চলে আসেন। 

ফায়ার সার্ভিসের কর্মীরা মই দিয়ে তাদেরকে নামিয়ে নিয়ে আসেন কীভাবে এই আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখার জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। বুধবার ঘটনাস্থলে যাবে ফরেন্সিক দল। তারা পুরো ঘটনাটি তদন্ত করে দেখবে।

ঘটনার প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও কলকাতা কর্পোরেশনের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। আগুন লেগেছে, অনেক মানুষ এখনো ভবনে আটকে আছেন। কোনো নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা ছিল না। আমি জানি না কর্পোরেশন কী করছে।

নিহতদের ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতাল এবং নীল রতন সরকার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। [সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম]