পহেলগাঁওয়ে হামলা কূটনীতির মাধ্যমে উত্তেজনা কমাতে চান নওয়াজ শরীফ
প্রকাশ | ২৯ এপ্রিল ২০২৫, ১৫:২১

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ভারতের আক্রমণ আশঙ্কায় সেনাবাহিনীকে প্রস্তুত রাখার কথা বললেও তার দলীয় প্রধান ও সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কূটনীতির মাধ্যমে প্রতিবেশী দেশটির সঙ্গে উত্তেজনা কমানোর আহবান জানিয়েছেন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নওয়াজ শরীফ এখনও পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা না জানালেও, স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে ক‚টনৈতিক পথ ব্যবহারের পক্ষে অবস্থান নিয়েছেন।
নওয়াজ শরীফ ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলটির প্রধান, যার ছোট ভাই শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী, আর তার মেয়ে মরিয়ম নওয়াজ পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। পিএমএল-এন-এর সূত্রের বরাত দিয়ে দ্যা এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, নওয়াজ শরীফ চান তার সরকার দুটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে শান্তি পুনরুদ্ধারের জন্য সমস্ত ক‚টনৈতিক সম্পদ ব্যবহার করুক। নওয়াজ আক্রমণাত্মক অবস্থান নিতে আগ্রহী নন।
এর আগে পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সোমবার বলেছেন, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার পর ভারতের সামরিক অনুপ্রবেশ আসন্ন। রয়টার্সে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন, আমরা আমাদের বাহিনীকে শক্তিশালী করেছি।
কারণ এটি (ভারতের সামরিক আক্রমণ) আসন্ন। তাই সেই পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইসলামাবাদ উচ্চ সতর্কতায় রয়েছে এবং আমাদের অস্তিত্বের সরাসরি হুমকি থাকলেই কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। স¤প্রতি জঙ্গি হামলায় পর্যটকসহ ২৬ জন নিহত হন।
যাযাদি/আর