হুঙ্কার দিয়ে পিছু হটছে ভারত, সীমান্তে পাক সেনাদের গুলি

প্রকাশ | ২৯ এপ্রিল ২০২৫, ০৯:০৫ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫, ০৯:০৬

যাযাদি ডেস্ক
সীমান্তে পাকিস্তানি সেনাদের সতর্ক অবস্থান

কাশ্মীর সীমান্তে ফের মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তানের সেনারা। সোমবার (২৮ এপ্রিল) রাতে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর দুই দেশের মধ্যে গোলাগুলি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ নিয়ে টানা পাঁচ রাত ধরে কাশ্মীর সীমান্তে গোলাগুলি চলছে। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে কুপওয়ারা, বারামুল্লা ও আখনূর সেক্টরে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। এর জবাবে ভারত ‘সংযত ও কার্যকর’ প্রতিক্রিয়া দিয়েছে বলে জানিয়েছে।

মূলত কুপওয়ারা ও বারামুল্লা জেলার বিপরীত এলাকায় এবং আখনূর সেক্টরের কাছে গোলাগুলির ঘটনাগুলো ঘটেছে। 

তবে পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এই উত্তেজনার পেছনে সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই হামলায় নিহত হন অন্তত ২৬ জন। এটি ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে।

এই ঘটনার পর দুই দেশের সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে। ভারত পাকিস্তানের সঙ্গে করা সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে। জবাবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতের পাশাপাশি ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।

দুই দেশই একে অপরের নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এতে করে সীমান্ত উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক সম্পর্কেও বিপর্যয় নেমে এসেছে।