সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

আন্ডারগ্রাউন্ড নাইটক্লাব থেকে ১০০ যুবক-যুবতী গ্রেপ্তার 

যাযাদি ডেস্ক
  ২৮ এপ্রিল ২০২৫, ২০:১৭
আন্ডারগ্রাউন্ড নাইটক্লাব থেকে ১০০ যুবক-যুবতী গ্রেপ্তার 
ছবি: সংগৃহীত

আন্ডারগ্রাউন্ড নাইটক্লাবে রাতভর অভিযান চালিয়ে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত ১০০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করছে ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ)।

যুক্তরাষ্ট্রের পূর্ব-মধ্য কলোরাডোর একটি আন্ডারগ্রাউন্ড নাইটক্লাবে রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।

ডিইএ -এর রকি মাউন্টেন ডিভিশন অনুসারে, ২৭ এপ্রিল কলোরাডো স্প্রিংসে কমপক্ষে ১১৪ জনকে আটক করে ‘সম্ভাব্য বহিষ্কারের জন্য বাসে’ রাখা হয়েছিল। ডিইএ রকি মাউন্টেন ডিভিশনের স্পেশাল এজেন্ট ইন চার্জ জোনাথন পুলেন বলেন, কেন্দ্রীয় এবং স্থানীয় সংস্থাগুলির ৩০০ জনেরও বেশি কর্মকর্তা এবং এজেন্ট একটি এনফোর্সমেন্ট অভিযান এবং মাদক তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তারগুলি করা হয়েছিল।

‘এটি একটি অবৈধ নাইটক্লাব,’ পুলেন ২৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে বলেন। ‘ভিতরে যা ঘটছিল তা ছিল উল্লেখযোগ্য মাদক পাচার, পতিতাবৃত্তি, (এবং) সহিংসতার অপরাধ। আমরা সেখানে বেশ কয়েকটি বন্দুক জব্দ করেছি।’

ঘটনাস্থল থেকে কয়েক ডজন ‘ছোট ছোট প্যাকেট মাদক’ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে কোকেন এবং ‘গোলাপী কোকেন’ বা ‘টুসি’ নামে পরিচিত পদার্থের মিশ্রণ, পুলেনের মতে, এক ডজনেরও বেশি সক্রিয়-কর্তব্যরত পরিষেবা সদস্যও নাইটক্লাবে ছিলেন, যাদের মধ্যে কেউ কেউ সশস্ত্র নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন এবং অন্যরা পৃষ্ঠপোষক হিসেবে কাজ করতেন।

পুলেন বলেন, যেসব অভিবাসীর কাগজপত্র নেই বলে মনে করা হচ্ছে, তাদের মার্কিন ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট হেফাজতে নিয়েছে। সেনাবাহিনীর অপরাধ তদন্ত বিভাগ আটককৃত সক্রিয়-কর্তব্যরত পরিষেবা সদস্যদের তদন্ত করবে, তিনি আরও বলেন।

নাইটক্লাবে গ্রেপ্তার হওয়া কাউকে প্রকাশ্যে শনাক্ত করা হয়নি। ফ্লোরিডার বহু-সংস্থার অভিবাসন প্রয়োগকারী অভিযান অপারেশন টাইডাল ওয়েভের প্রথম কয়েক দিনে প্রায় ৮০০ জনকে গ্রেপ্তার করার ঘোষণা দেয়ার একদিন পরই এই অভিযান চালানো হয়।

জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর থেকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপক অভিবাসন বিরোধী অভিযান শুরু করেছেন, ফেডারেল বিচারকদের পাশাপাশি রাজ্য এবং স্থানীয় কর্মকর্তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছেন।

ট্রাম্পের গণ-বিতাড়নের চাপের মধ্যে, সাম্প্রতিক মাসগুলিতে যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন অভিযান ফেডারেল কর্তৃপক্ষের দ্বারা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।

সূত্র: ইএসএ টুডে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে