পহেলগাম হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারত। ইতিমধ্যে পাকিস্তানের জন্য ইন্দাস পানি চুক্তি ও ভিসা সার্ভিস স্থগিত করা হয়েছে।
জবাবে ইসলামাবাদ জানিয়েছে, তারা ভারতের সঙ্গে থাকা সব দ্বিপক্ষীয় চুক্তি, এমনকি শিমলা চুক্তিও স্থগিত করার অধিকার রাখে।
আদতে পহেলগাম হামলার পরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের তরফ থেকে যে প্রত্যাঘাতের প্রত্যাশা দেশের মানুষ করেছিলেন তার ধারে কাছেও পৌঁছাতে পারেনি মোদী সরকার। কড়া জবাব! অথচ ফলাফল? শুধু নিজের দেশের ভিতরে কয়েকটি বাড়ি ওড়ানো।
তাই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় নিজেদের দোষ ঢাকতে এবার পাকিস্তানের ইউটিউব চ্যানেল বন্ধ করে ফলাও প্রচার শুরু করল। দাবি করা শুরু হল, পাকিস্তান বয়কটের পথে এটা বিরাট পদক্ষেপ।
উস্কানিমূলক ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ভারতে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এই চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফে জানানো হয় পাকিস্তানের ১৬ টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই চ্যানেলগুলির মধ্যে একগুচ্ছ চ্যানেল খেলা সংক্রান্ত। তার মধ্যে রয়েছে শোয়েব আখতারের চ্যানেলও, যার জনপ্রিয়তা ভারতের বাজারেও বহুল। ইউটিউব চ্যানেল থেকেই হিংসা, তাও আবার মূলত খেলার চ্যানেল থেকে, এমনটাই দাবি ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, পাকিস্তানের এইসব চ্যানেলে প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত আনা মিথ্যা বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছিল। যা ভারত ও তার সেনাবাহিনী, নিরাপত্তা সংস্থাগুলির পক্ষে ক্ষতিকর।
যাযাদি/ এম