গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৬ ফিলিস্তিনি নিহত 

প্রকাশ | ২৭ এপ্রিল ২০২৫, ১০:১০

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় এক দিনেই প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৫৬ ফিলিস্তিনি। আহত হয়েছেন শতাধিক। এর ফলে চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে ৫১ হাজার ৪৯৫ জনে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৫০০।

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তারা জানায়, বহু হতাহত এখনো ধ্বংসস্তূপে আটকে আছেন। উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর এই উপত্যকাটি পরিণত হয়েছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের কেন্দ্রে। প্রায় প্রতিদিনই নতুন করে প্রাণহানির খবর আসছে। শুধু গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া সামরিক অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২ হাজার ১১১ জন এবং আহত হয়েছেন আরও ৫ হাজার ৪৮৩ জন।

যাযাদি/ এসএম