সীমলা চুক্তি স্থগিত : মধ্যস্থতার প্রস্তাব ইরানের
প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৫, ১৫:৪৩

কাশ্মীর ইস্যুতেএতদিন ভারত-পাকিস্তান ছাড়া অন্য কোনো পক্ষ কথা বলার সুযোগ ছিল না। গতকাল পাকিস্তান সীমলা চুক্তি স্থগিত করে। ফলে এখন যে কোনো রাষ্ট্র এই ইস্যুতে কথা বলতে পারবে। আর যার সূচনা করেছে ইরান। যা পাকিস্তানের ইচ্ছের প্রতিফলন ঘটেছে। আর ভারতের বিপক্ষে গেল।
কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর সৃষ্ট পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান-ভারতের মধ্যকার উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার (২৫ এপ্রিল) সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এমন প্রস্তাব দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।
আরাগচি বলেন, ‘ভারত ও পাকিস্তান ইরানের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী দুই দেশ। আমরা এমন সম্পর্ক উপভোগ করছি যা কয়েক শতক পুরোনো সাংস্কৃতিক সভ্যতায় নিহিত। অন্যান্য প্রতিবেশীর মতো তাদেরও আমরা সর্বাগ্রে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করি।’
পার্সিয়ান কবি সাদির একটি কবিতাও উল্লেখ করেছেন আরাগচি। তিনি বলেন, ‘মানুষ একটি একক পরিবার, যদি পরিবারের কেউ ব্যথিত হয়, অন্য সদস্যদের অস্বস্তিও রয়ে যাবে। ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা আমাদের দূতাবাসের মাধ্যমে আমরা এই কঠিন সময়ে দুই দেশের মধ্যে বৃহৎ বোঝাপড়া তৈরি করতে চাই।’
সর্বশেষ গত মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হাতে ২৬ জন নিহতের পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পরে দুইদেশে। ভয়াবহ এই সন্ত্রাসী হামলার পেছনে পাকিস্তানের ইন্ধন রয়েছে বলে অভিযোগ তুলে ভারত এবং দেশটির বিরুদ্ধে সিন্ধু চুক্তি বাতিলসহ বেশ কিছু পদক্ষেপ নেয়।
পাকিস্তান ভারতের অভিযোগ অস্বীকার করে ভারতের জন্য তাদের আকাশসীমা বন্ধসহ পাল্টা পদক্ষেপ নেয়। উভয়পক্ষই একে অপরের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা সুবিধা বাতিল করেছে। সীমান্ত ক্রসিংও বন্ধ করে দিয়েছে পাকিস্তান ও ভারত।
দু’দেশের শীর্ষ নেতারা একে অপরকে আক্রমণাত্মক বাণী দিচ্ছেন। এমন পরিস্থিতিতে উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ বিশ্বের শীর্ষ নেতারা। সূত্র: ইকোনমিক টাইমস