ভারতীয় আগ্রাসানের বিরুদ্ধে জোট বেঁধেছে জামায়াতসহ পাকিস্তানের সব দল
প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৫, ১৩:৪৭

পাকিস্তানের নানা ইস্যুতে রাজনৈতিক মতভেদ ছিল দীর্ঘদিন। কিন্তু দেশের স্বার্থে এবার জামায়াতে ইসলামীসহ সব রাজনৈতিক দল একজোট হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) পাকিস্তানের সব দলের নেতাদের নিয়ে অধিবেশন বসে। খবর পিটিবি নিউজ।
এর আগে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সর্বদলীয় বৈঠক করেছিল ভারত। সেই বৈঠকে কড়া পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হন ভারতীয় রাজনৈতিকরা। এবার একই পথে হাঁটল পাকিস্তানও।
ভারত যখন পাকিস্তানকে লাগাতার হুমকি ও বিধিনিষেধ দিয়ে যাচ্ছিল, এমন সময় পাকিস্তানের রাজনীতিকরাও ভুলে গেছেন অতীতের সব বিভেদ। তাই পাকিস্তানের গণপরিষদের উচ্চকক্ষ সিনেট ভারতের দাবি প্রত্যাখ্যান করে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস করেছে।
ভারত দাবি করছে, কাশ্মীরের ওই হামলার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এর জেরে একের পর এক পাকিস্তানের স্বার্থবিরোধী পদক্ষেপ নিচ্ছে নরেন্দ্র মোদির সরকার।
কিন্তু পাকিস্তানের সরকার সেই দাবি প্রত্যাখ্যান করেছে। ইসলামাবাদ বলছে, এ ধরনের দাবি ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। সিনেটের অধিবেশনে ওই প্রস্তাব তোলা হলে পাকিস্তানের আইনপ্রণেতারা সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানান। নিরপরাধ বেসামরিক ব্যক্তিদের টার্গেট করা পাকিস্তানের মূল্যবোধের পরিপন্থি বলেও জানান তারা।
এর বাইরে নিজের সাজানো নাটকের মাধ্যমে ভারত যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারও নিন্দা জানিয়েছেন পাকিস্তানের আইনপ্রণেতারা। আর সিন্ধুর পানিচুক্তি নিয়ে ভারত এককভাবে যে সিদ্ধান্ত নিয়েছে তা যুদ্ধের শামিল হিসেবেও গণ্য করা যেতে পারে বলে মনে করছেন তারা।