‘সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে’

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৫, ১২:৩৯ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫, ১২:৪২

যাযাদি ডেস্ক
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি

ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন, “​​সিন্ধু নদীতে আমাদের পানি অথবা তোমাদের রক্ত প্রবাহিত হবে।” তিনি বলেন, পিপিপি যেমন ঐক্যমত্য ছাড়া বিতর্কিত খাল প্রকল্প অনুমোদন করেনি, তেমনি পাকিস্তানিরা ঐক্যবদ্ধ থাকবে এবং সিন্ধু নদীর ওপর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগ্রাসনের তীব্র জবাব দেবে।”

সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) স্থগিত করার ভারতের একতরফা সিদ্ধান্তের নিন্দা জানিয়ে তিনি আরো বলেন, “সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে। হয় আমাদের জল এর মধ্য দিয়ে প্রবাহিত হবে, নয়তো তাদের রক্ত।”

শুক্রবার সুক্কুরে এক জনসমাবেশে তিনি জনগণকে অভিনন্দন জানান এবং বলেন, তাদের শান্তিপূর্ণ সংগ্রামের সাফল্যের জন্যই ফেডারেল সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সাধারণ স্বার্থ পরিষদের (সিসিআই) ঐকমত্য ছাড়া সিন্ধু নদের ওপর কোনো খাল নির্মাণ করা হবে না।”

বিলাওয়াল ভুট্টো বলেন, ‘ভারত সিন্ধু নদ ডাকাতি করার চেষ্টা করছে। তারা যেন ভুলে না যায়—সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা পাকিস্তানে বসবাস করে। আমরা কখনোই এই নদের ওপর আমাদের দাবি ছেড়ে দেব না।’

তিনি আরও বলেন, ‘পেহেলগাম হামলার পর ভারত এক তরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। নরেন্দ্র মোদি সিন্ধুর উত্তরাধিকারের জন্য যতই চিৎকার করুন না কেন, প্রকৃত উত্তরসূরিরা এখনও পাকিস্তানের মাটিতে আছে।’

বিলাওয়াল আরও দাবি করেন, পাকিস্তান কিংবা আন্তর্জাতিক মহল কেউই মোদির যুদ্ধমুখী মনোভাব বা সিন্ধু নদ থেকে পানি সরিয়ে নেওয়ার হুমকি সমর্থন করবে না। তার ভাষায়, ‘কোনো ধরনের প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ তুলে ভারত নিজেদের ব্যর্থতা ঢাকতে পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে এবং অবৈধভাবে সেই ঐতিহাসিক চুক্তি বাতিলের পথে হাঁটছে।’

উল্লেখ্য, এর আগে ভারতের জলশক্তি মন্ত্রী সিআর পাতিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানান, পাকিস্তানে ‘এক ফোঁটাও পানি’ প্রবাহিত হতে দেওয়া হবে না।

যাযাদি/ এসএম