গাজায় ইসরায়েলি বর্বর হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি
প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৫, ১০:০৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকরা ইসরায়েলি সেনাবাহিনীর বর্বরতা যেন থামছেই না। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিমান হামলা চালিয়ে ৮৪ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চালানো এসব হামলায় আহত হয়েছেন অন্তত ১৬৮ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল-জাজিরা।
মন্ত্রণালয়ের বিবৃতিতে হতাহতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা জানিয়ে বলা হয়েছে, “অনেকে ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে আছেন। তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। নিহত ও আহতের হিসেব সংক্রান্ত গণনাতেও তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।”
যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫১ হাজার ৪০০ জন এবং ১ লাখ ১৬ হাজার ৪১৬ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। সেই বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন ইসরায়েলি ঢুকে অতর্কিত হামলা চালিয়ে ১২ শতাধিক মানুষকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে নিয়ে আসে। যে ২৫১ জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ ঘোষণা দিয়েছে যে সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করা হবে।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে গাজায় গণহত্যা চালিয়ে যাওয়ায় জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) বেনয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
যাযাদি/ এসএম