শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

আটক বিএসএফ সদস্যকে ফেরাতে পাকিস্তানের কাছে ধর্না দিল ভারত

যাযাদি ডেস্ক
  ২৫ এপ্রিল ২০২৫, ১৯:৪০
আটক বিএসএফ সদস্যকে ফেরাতে পাকিস্তানের কাছে ধর্না দিল ভারত
পাকিস্তান সেনার হাতে আটক ভারতীয় জওয়ান

পেহেলগাম আবহের মাঝেই পাকিস্তান সেনার হাতে আটক ভারতীয় জওয়ানকে দেশে ফেরাতে ইসলামাবাদের সঙ্গে বৈঠকে বিএসএফ।

ভারতীয় সেনা সূত্রে খবর, বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ভুলবশত পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের সীমান্ত পেরিয়ে গিয়েছিলেন।

এরপরই পাকিস্তান রেঞ্জার্সের হাতে ধরা পড়েন ওই জওয়ান। বর্তমানে তাকে ফেরাতে পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করছে ভারত।

গত ২২ এপ্রিল কাশ্মীরে যে হামলা হয়েছে তারপর পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত।

পাল্টা জবাবে পাকিস্তানের আকাশে ভারতীয় বিমানকে নিষিদ্ধ করেছে ইসলামাবাদ।

দুই দেশের মধ্যে যুদ্ধের আবহ তৈরি হচ্ছে বলে অনুমান করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

এ আবহে হঠাৎ করেই বৃহস্পতিবার খবর আসে যে পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষড়ার বাসিন্দা পিকে সিং (৪০) পাকিস্তানি সেনার হাতে আটক।

তিনি ফিরোজপুর সেক্টরের আন্তর্জাতিক সীমান্তে পোস্টেড ছিলেন। বুধবার বিকেলে ‘ভুল করে’ তিনি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন।

খবর পাওয়ার পর থেকেই উদ্বেগ উৎকণ্ঠায় তার পরিবার। বিএসএফের ১৮২ নম্বর ব্যাটালিয়নের এ কনস্টেবলকে নিরাপদে, সুস্থভাবে দেশে ফেরানোর চেষ্টা করছে ভারত।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে