ভারতের জম্মু-কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পহেলগামে সম্প্রতি নেক্কারজনক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছে। এর পাশাপাশি আহত হয়েছে আরও ১৭ জন। যে ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো ভারতকে।
এর মাঝেও ভারতীয় মিডিয়া এক দম্পতির কাশ্মীরে ঘোরার ছবি ও ভিডিও দেখিয়ে দাবি করেছে এই ঘটনায় নিহত হয়েছে তারাও। তবে এই দাবিটি উড়িয়ে দিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও পোষ্ট করেছে সেই দম্পতি।
যেখানে দেখা যাচ্ছে বিনয় নারওয়ালকে সাথে নিয়ে তিনি বলছেন, ‘আমরা মারা যাইনি এই যে স্বশরীরে আপনাদের সামনে হাজির হয়েছি।
আমরা খুব লজ্জিত ফিল করছি যে এভাবে বারবার আমাদের ভিডিও দেখিয়ে আমাদের মারা যাবার মিথ্যা খবর দেওয়া হচ্ছে। প্লিজ এটি বন্ধ করুন।’
আর এই ঘটনার সময় তারা কাশ্মীরে ছিলেন না বলেও ভাইরাল হওয়া এই ভিডিওতে নিশ্চিত করেন সেই নারী। এদিকে কাশ্মীরে ঘটে যাওয়া এই ঘটনায় ভারত সরাসরি দায়ী করছে তাদের চিরশত্রু পাকিস্তানকে। আর পাকিস্তান বলছে ভারত তাদের ফাঁসাতে নিজেরাই এই নেক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে।
কিন্তু সব কিছুকে ছাপিয়ে যেনো ভারতীয় গোদি মিডিয়ার এসব মিথ্যা প্রোপাগান্ডা। ওরা জীবিত দম্পতিকেও মৃত বানিয়ে দিয়েছে মিথ্যা খবর প্রচার করে।