৭২ সালের সিমলা চুক্তিও স্থগিত করেছে পাকিস্তান, কি করবে ভারত?
প্রকাশ | ২৫ এপ্রিল ২০২৫, ১৮:০৪

পহেলগামে সশস্ত্র হামলার পর ভারতের প্রতিক্রিয়ার জবাবে পাকিস্তান ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত করেছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সই হওয়া গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি ছিল এটি। এই চুক্তি স্থগিত মানে ভারতের সামনে এখন প্রশ্ন কি করবে তারা?
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদ অনুসারে, সিমলা চুক্তির লক্ষ্য ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং শান্তি প্রতিষ্ঠা করা।
১৯৭২ সালের ২ জুলাই তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর মধ্যে এই চুক্তি সই হয়েছিল। মূলত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এই চুক্তিই ভারত ও পাকিস্তানের মধ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুসারে, চুক্তিতে শর্ত ছিল, কোনো পক্ষই একতরফাভাবে কোনো পদক্ষেপ নেবে না। দুই দেশের মধ্যে বিরোধ দ্বিপাক্ষিকভাবে সমাধান করা হবে এবং যুদ্ধবিরতি রেখাটি নিয়ন্ত্রণ রেখা (এলওসি) হয়ে উঠবে।
কাশ্মীরের প্রসঙ্গে এই চুক্তিতে বলা হয়েছে, 'গত ২৫ বছর ধরে দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এমন মৌলিক সমস্যা এবং সংঘাতের কারণগুলি শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা হবে।' যার ফলে চুক্তিটি উভয় দেশকে স্থায়ী শান্তি, স্বাভাবিকীকরণের পদ্ধতি অনুসরণ ও ব্যবস্থা নিয়ে আলোচনা করতে বাধ্য করেছিল।
চুক্তিতে লেখা আছে, 'ভারত সরকার এবং পাকিস্তান সরকার দৃঢ়প্রতিজ্ঞ যে, উভয় দেশ তাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এমন সংঘাত এবং সংঘাতের অবসান ঘটাবে এবং উপমহাদেশে একটি বন্ধুত্বপূর্ণ ও সুরেলা সম্পর্ক এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবে, যাতে উভয় দেশ এখন থেকে তাদের জনগণের কল্যাণকে এগিয়ে নেওয়ার জরুরি কাজে তাদের সম্পদ এবং শক্তি ব্যয় করতে পারে।'