ভারত ও পাকিস্তানের সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রচণ্ড গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে লাইন অব কন্ট্রোলে (এলওসি) দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের এ ঘটনা ঘটে।
সামরিক সূত্রের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
তাদের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। এর জবাবে ভারতের সেনাবাহিনীও পাল্টা গুলি চালিয়েছে।
বিভিন্ন সূত্র আরও দাবি করেছে, ভারতের নিরাপত্তা বাহিনী জবাব দিয়েছে। তবে গোলাগুলির ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। একটি সূত্র জানায়, পাকিস্তানি সেনাদের তোপের মুখে ভারতীয় সেনারা পিছু হঠতে বাধ্য হয়।
জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁও-এ হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি-নিষেধাজ্ঞার মাঝেই এই গোলাগুলি হলো।
ইতোমধ্যেই, ভারত ও পাকিস্তান একে অন্যের বিরুদ্ধে একগুচ্ছ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে পাকিস্তানি দক্ষ কর্মী ও কূটনীতিকদের জন্য বিশেষ ভিসা স্থগিত করা।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার থেকে পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা মেডিকেল ভিসাসহ সকল ভিসা বাতিল করা হবে।
একইসাথে, নির্ধারিত সময়ের মধ্যে বর্তমানে ভারতে থাকা পাকিস্তানিদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ত্যাগ করার নির্দেশও দেয়া হয়েছে।
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বলেছেন, হামলার উৎস যে সীমান্তের ওপারে তা একটি বিশেষ নিরাপত্তা বৈঠকে নিশ্চিত করা হয়েছে।
প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। এর মধ্যে রয়েছে কূটনৈতিক কর্মীদের সংখ্যা কমানো এবং বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সই হওয়া সিন্ধু নদীর ঐতিহাসিক পানিবণ্টন চুক্তি স্থগিত করা।
পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানও বৃহস্পতিবার সব ভারতীয় মালিকানাধীন বা ভারত-পরিচালিত বিমান সংস্থার জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয় এবং ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্য স্থগিত করে।
সর্বশেষ প্রাপ্য খবর, পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় কোনও বিমান দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। তবে, এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ভারত।