শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

বিষ্ফোরণে গুঁড়িয়ে গেল কাশ্মিরের দুই হামলাকারীর বাড়ি

যাযাদি ডেস্ক
  ২৫ এপ্রিল ২০২৫, ১১:৩৪
আপডেট  : ২৫ এপ্রিল ২০২৫, ১১:৪৪
বিষ্ফোরণে গুঁড়িয়ে গেল কাশ্মিরের দুই হামলাকারীর বাড়ি
ছবি: সংগৃহীত

ভয়াবহ বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল পহেলগামে হামলা চালানো জঙ্গির বাড়ি। ভারতীয় পুলিশ সূত্রে খবর, পুলওয়ামায় আসিফ শেখের বাড়িতে তল্লাশি করতে গিয়েছিল নিরাপত্তা বাহিনী। তবে ফাঁকা বাড়িতে থাকা বেশ কিছু সরঞ্জাম দেখে তাঁদের সন্দেহ হয়। বাড়ি থেকে বাহিনী বেরিয়ে আসার পরেই বিরাট বিস্ফোরণ। ধ্বংস হয়ে যায় আসিফের বাড়ি। পহেলগামে হামলাকারীদের পথ দেখিয়েছিল যে জঙ্গি, সেই আদিল ঠোকরের বাড়িও বিস্ফোরণে গুঁড়িয়ে গিয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বৈসরণ ভ্যালি রিসর্টে হামলা চালায় চারজন। তার মধ্যে দু’জন পাকিস্তানি। বাকি দুজন কাশ্মীরের বাসিন্দা বলে দাবি ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর। সেই কাশ্মীরি জঙ্গিদের মধ্যে অন্যতম আসিফ শেখ। পুলওয়ামার বাসিন্দা আসিফের বাড়িতে শুক্রবার (২৫ এপ্রিল) সকালে তল্লাশি চালাতে যায় নিরাপত্তা বাহিনী। তখনই তাঁরা খেয়াল করেন, বাড়িতে বেশ কিছু সন্দেহজনক জিনিস রয়েছে। সম্ভবত প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুত ছিল সেখানে। সেই দেখেই বাড়ি থেকে বেরিয়ে আসে নিরাপত্তা বাহিনী। তারপরেই বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় আসিফের বাড়ি।

শুক্রবার সকালে ধ্বংস হয়ে গিয়েছে আরও এক জঙ্গির বাড়ি। জানা গিয়েছে, আদিল ঠোকর ওরফ আদিল গুরির অনন্তনাগের বাড়ি ধ্বংস হয়েছে। সূত্রের খবর, ২০১৮ সালে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গিয়েছিল আদিল। দীর্ঘ ট্রেনিংয়ের পর গত বছর সে কাশ্মীরে ফেরে। মঙ্গলবার পহেলগাঁওয়ে যারা হামলা চালিয়েছিল, তাদেরকে পথ দেখিয়েছিল এই আদিল, এমনটাই মনে করছে গোয়েন্দারা। দীর্ঘদিন ধরেই তার উপরে নজর রাখা হচ্ছিল।

প্রসঙ্গত, পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে গত মঙ্গলবার। বিকেলে পহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রের দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে। মূলত আক্রমণ করা হয় অমুসলিমদের। হামলার দায় স্বীকার করেছে লস্করের টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এবার লস্কর জঙ্গিদের বাড়িই উড়ে গেল বিস্ফোরণে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে