বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ইউক্রেনে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক”
  ২৪ এপ্রিল ২০২৫, ১৫:২৯
ইউক্রেনে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৯
ফাইল ছবি

রাতভর রুশ বাহিনীর সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে আগুন লাগে, ভবন ভেঙে পড়ে এবং বাসিন্দারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।

এতে ৯ জন নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়েছে। বৃহস্পতিবার ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে ছয়জন শিশুও রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম মেসেজিং অ্যাপে স্টেট ইমার্জেন্সি সার্ভিস লিখেছে, ধ্বংসস্তূপের নিচে মানুষজনের সন্ধান অব্যাহত রয়েছে। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে শহরের কেন্দ্র থেকে পশ্চিমে সভিয়াতোশিনস্কি জেলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস হয়ে যাওয়ার পর।

জরুরি সেবা বিভাগ জানিয়েছে, রাজধানীর ১৩টি স্থানে উদ্ধার তৎপরতা চলছে, যেখানে ক্লাইম্বিং বিশেষজ্ঞ ও স্নিফার কুকুর ব্যবহার করা হচ্ছে। চল্লিশটি স্থানে আগুন লেগেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে মোবাইল ফোনের রিং শোনা যাচ্ছে।

যতক্ষণ না নিশ্চিত হওয়া যায় যে সবাইকে উদ্ধার করা হয়েছে, ততক্ষণ অনুসন্ধান চলবে বলে জানানো হয়েছে। এছাড়া গ্যারেজ প্রশাসনিক ভবনে আগুন লেগেছে এবং ধাতব ধ্বংসাবশেষ পড়ে যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীতে ছয় ঘণ্টা ধরে বিমান হামলার সতর্কতা কার্যকর ছিল।

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের রাতভর রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। টেলিগ্রামে মেয়র ইহর তেরেখোভ লিখেছেন, শহরটিতে ১৪ বার ড্রোন এবং ১০ বার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

বহুতল আবাসিক ভবন, একটি শহর পলিক্লিনিক, একটি স্কুল ভবন, ব্যক্তিগত আঙিনা, শিল্পপ্রতিষ্ঠান এবং একটি হোটেল কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই হামলা সম্পর্কে রাশিয়ার পক্ষ থেকে কোনও মন্তব্য আসেনি। এই হামলাগুলো এমন এক গুরুত্বপূর্ণ সময়ে ঘটেছে, যখন কিয়েভ ও মস্কো উভয়ই শান্তি চুক্তির পথে অগ্রগতির জন্য যুক্তরাষ্ট্রের চাপের মুখে রয়েছে।

ট্রাম্প প্রশাসন হুমকি দিয়েছে যে, যদি কিয়েভ ও মস্কো যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তিতে সম্মত না হয়, তাহলে তারা যুদ্ধের অবসান চেষ্টার পথ থেকে সরে দাঁড়াবে।

যাযাদি/আর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে