এরদোগানের আমন্ত্রণে তুরস্ক গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৫, ০৯:০৫

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের আমন্ত্রণে দুই দিনের সফরে তুরস্কে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শাহবাজ শরিফকে মঙ্গলবার আঙ্কারা বিমানবন্দরে স্বাগত জানান তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী।এ সময় পাক-তুর্ক কালচারাল অ্যাসোসিয়েশনের ডেপুটি গভর্নর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, শাহবাজ শরিফের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এবং বিশেষ সহকারী তারিক ফাতেমি প্রতিনিধি দলে রয়েছেন।
সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন শাহবাজ শরিফ। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও আলোচনা করবেন তারা।
দীর্ঘদিনের মিত্র ও কৌশলগত অংশীদার হিসেবে পাকিস্তান ও তুরস্ক নিয়মিতভাবে উচ্চ পর্যায়ের মতবিনিময়ের ঐতিহ্য বজায় রেখেছে।যা দুই দেশের ভ্রাতৃত্বের অসাধারণ বন্ধনকে প্রতিফলিত করে।
পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা ও সমন্বয়ের জন্য উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা কাউন্সিল (এইচএলএসসিসি) গঠনে দুই দেশের মধ্যে নেতৃত্ব পর্যায়ের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে।
এইচএলএসসিসির ৭ম সভা গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন প্রেসিডেন্ট এরদোগান ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।