বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

এরদোগানের আমন্ত্রণে তুরস্ক গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

যাযাদি ডেস্ক
  ২৩ এপ্রিল ২০২৫, ০৯:০৫
এরদোগানের আমন্ত্রণে তুরস্ক গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের আমন্ত্রণে দুই দিনের সফরে তুরস্কে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শাহবাজ শরিফকে মঙ্গলবার আঙ্কারা বিমানবন্দরে স্বাগত জানান তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী।এ সময় পাক-তুর্ক কালচারাল অ্যাসোসিয়েশনের ডেপুটি গভর্নর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, শাহবাজ শরিফের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এবং বিশেষ সহকারী তারিক ফাতেমি প্রতিনিধি দলে রয়েছেন।

সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন শাহবাজ শরিফ। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও আলোচনা করবেন তারা।

দীর্ঘদিনের মিত্র ও কৌশলগত অংশীদার হিসেবে পাকিস্তান ও তুরস্ক নিয়মিতভাবে উচ্চ পর্যায়ের মতবিনিময়ের ঐতিহ্য বজায় রেখেছে।যা দুই দেশের ভ্রাতৃত্বের অসাধারণ বন্ধনকে প্রতিফলিত করে।

পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা ও সমন্বয়ের জন্য উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা কাউন্সিল (এইচএলএসসিসি) গঠনে দুই দেশের মধ্যে নেতৃত্ব পর্যায়ের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে।

এইচএলএসসিসির ৭ম সভা গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন প্রেসিডেন্ট এরদোগান ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে