গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব কাতার-মিসরের
প্রকাশ | ২২ এপ্রিল ২০২৫, ১৪:৩৮ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ১৪:৪৪

কাতার ও মিসরের মধ্যস্থতাকারীরা গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে নতুন একটি প্রস্তাব পেশ করেছেন।
ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা সম্পর্কে অবগত এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে নতুন এই প্রস্তাব সম্পর্কে জানিয়েছেন।
ওই কর্মকর্তার মতে, প্রস্তাবে পাঁচ থেকে সাত বছরের জন্য একটি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে।
এর আওতায় ইসরাইলি জিম্মিদের বিনিময়ে ইসরাইলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং গাজা থেকে পুরোপুরিভাবে ইসরাইলি সেনাদের প্রত্যাহারের কথা বলা হয়েছে।
ৎআলোচনার জন্য জ্যেষ্ঠ হামাস প্রতিনিধি দলের কায়রোতে পৌঁছানোর কথা রয়েছে। কায়রো আলোচনায় হামাসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন এর রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ এবং প্রধান আলোচক খলিল আল-হাইয়া।
গত মাসে ইসরাইল গাজায় পুনরায় বোমাবর্ষণ শুরু করলে, সবশেষ যুদ্ধবিরতিটি ভেস্তে যায়। উভয় পক্ষই অবশ্য এর জন্য একে অপরকে দায়ী কওে ইসরাইল মধ্যস্থতাকারীদের প্রস্তাব সম্পর্কে এখনও কোনও মন্তব্য করেনি।
এই আলোচনা এমন এক সময়ে হচ্ছে যখন হামাস কয়েকদিন আগেই ইসরাইলের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ঐ প্রস্তাবে হামাসকে নিরস্ত্র হওয়ার শর্তে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল।
যাযাদি/আর