গাজায়  ইসরাইলের ভয়াবহ হামলায় ৬৪ ফিলিস্তিনি নিহত

প্রকাশ | ১৯ এপ্রিল ২০২৫, ১৪:৪৭

আন্তর্জাতিক ডেস্ক
ফাইল ছবি

গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে শুক্রবার সকাল থেকে ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

মেডিকেল সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জরুরি সতর্কতা জারি করে জানিয়েছে, গাজায় এখন খাদ্যের প্রয়োজন।

 কারণ লাখ লাখ মানুষ ক্ষুধার ঝুঁকিতে রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৫১ হাজার ৬৫ জনের মৃত্যু হয়েছে। 

আহত হয়েছেন এক লাখ ১৬ হাজার ৫০৫ জন। যদিও গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০।  কেননা ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়েছে তাদেরও নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

 ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে আরও প্রায় পাঁচ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে দখলদার ইসরাইল।

 জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৮ মার্চ হামাসের সঙ্গে স্বাক্ষরিত হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় হামলা শুরু করে ইসরাইল। 

এরপর থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ গাজাবাসী নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন।
সূত্র: আল-জাজিরা


যাযাদি/আর