গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১০০ ফিলিস্তিনি

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:২২

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একদিনে অন্তত ১০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, দখলদার বাহিনী উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালিয়েছে। একক এই বিমান হামলাতে প্রথমে ৪০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়। দিন শেষে নিহতের সংখ্যা ১০০ জনে পৌঁছেছে।

 গত ৭ অক্টোবর, ২০২৩ তারিখে হামাস ইসরায়েলের বিরুদ্ধে বড় আকারের হামলা চালায়। এই হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি বন্দী হন। এর পর থেকেই ইসরায়েল পাল্টা হামলা শুরু করে, যা গাজা ও আশেপাশের এলাকায় ভয়াবহ আকার ধারণ করেছে।ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত গাজায় ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজায় চলমান সংঘাত থামাতে হামাস কায়রোতে একটি প্রতিনিধিদল পাঠিয়েছে। সেখানে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। তবে এই প্রচেষ্টা কতটা সফল হবে, তা এখনো স্পষ্ট নয়।

গাজার এই মানবিক সংকট বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে দুই পক্ষের ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কমতে পারে। বিশ্ব সম্প্রদায়ের উচিত এই সংকটের একটি দীর্ঘমেয়াদি সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া। 

যাযাদি/ এসএম