বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

যাযাদি ডেস্ক
  ২৮ নভেম্বর ২০২৪, ২০:১৯
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক অতীতে বহু নাবালক-নাবালিকার অভিভাবকরাই জানিয়েছিলেন, সাইবার বুলিংয়ের শিকার হওয়ায় অনেকেই আত্মহননের পথ বেছে নিচ্ছে। যদিও পালটা দাবি উঠেছে, সোশাল মিডিয়া নিষিদ্ধ করা হলে কমবয়সিদের কণ্ঠই রোধ করা হবে।

অনূর্ধ্ব ১৬ কিশোর-কিশোরীদের সোশাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে অস্ট্রেলিয়া। বুধবার সেদেশের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হল ঐতিহাসিক এক বিল। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজ আগেই জানিয়েছিলেন, এই আইন আনতে প্রস্তাব পেশ করা হবে। অবশেষে এদিনই সেই বিল পাশ হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজের লেবার সরকার এদিন বিলটি পেশ করার পর তার পক্ষে ভোট পড়ে ১০২টি। বিপক্ষে পড়ে মাত্র ১৩টি ভোট।

গুগল ও মেটার তরফে এই বিল পেশে বিলম্বের প্রস্তাব দেওয়া হলেও আজ পাশ হয়ে গেল সোশাল মিডিয়া নিয়ন্ত্রণে অন্যতম কড়া এই আইনের প্রস্তাব। বৃহস্পতিবারই শেষ হচ্ছে এবারের সংসদীয় বছর। তার আগে বুধবারই সেনেটে বিলটি নিয়ে আলোচনা হওয়ার কথা।

সরকারের পরিকল্পনা রয়েছে, বয়স যাচাইয়ের ব্যবস্থা চালু করার। যাতে বায়োমেট্রিকের মতো পদ্ধতি কিংবা সরকারি আইডি পেশ করে তবেই লগ ইন করা যাবে সোশাল মিডিয়ায়।

অভিভাবকদের জবাব, অনলাইনের দুনিয়ায় নিরাপদ থাকাটা কিশোর-কিশোরীদের জন্য ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। এদিকে কিশোর-কিশোরীদেরও একাংশের দাবি ছিল, এর ফলে তাদের সামাজিক ও পারিবারিক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে