অভিবাসী তাড়াতে জরুরি অবস্থা জারি করবেন ট্রাম্প

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ১৭:৫৫

যাযাদি ডেস্ক
ছবি : ট্রাম্প

প্রেসিডেন্ট নির্বাচনের আগে গোটা প্রচারপর্বে অভিবাসন এবং শরণার্থী সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। বলেছিলেন, ভোটে জিতলে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবেন।

প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউসে পা রেখেই আমেরিকায় জরুরি অবস্থা জারি করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সমাজমাধ্যমে এমন সম্ভাবনার কথা ভাসিয়ে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের এক জন রক্ষণশীল সমাজকর্মী। নিজেই সেই পোস্ট সমাজমাধ্যমে শেয়ার করেন ট্রাম্প। তার পর সম্মতিসূচক মন্তব্য হিসাবে লেখেন ‘ইয়েস’।

সোমবার (১৮ নভেম্বর) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক সংক্ষিপ্ত পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প। রক্ষণশীল গ্রুপ জুডিশিয়াল ওয়াচের সভাপতি টম ফিটনের এক লেখার জবাবে এই পোস্টটি করেন তিনি।

পোস্টটিতে বলা হয়েছে, ট্রাম্প জাতীয় জরুরি অবস্থা ঘোষণার তোড়জোড় শুরু করেছেন এবং তিনি অবৈধ শরণার্থীদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছেন। অবৈধ শরণার্থীদের আমেরিকা ছাড়া করতে ট্রাম্প প্রয়োজনে সেনা নামাতে পারেন বলেও ওই পোস্টে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, প্রেসিডেন্ট নির্বাচনের আগে গোটা প্রচারপর্বে অভিবাসন এবং শরণার্থী সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। বলেছিলেন অবৈধ শরণার্থীদের দেশছাড়া করবেন। এ-ও বলেছিলেন যে, ভোটে জিতলে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবেন। সুরক্ষিত করবেন কলকারখানা, দফতরের কর্মীশ্রেণির আমেরিকানদের আর্থিক নিরাপত্তা। ফল বলছে, সেই প্রচার প্রভাব ফেলেছে ভোটে।

আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের সিনিয়র ফেলো অ্যারন রেইখলিন-মেলনিক সোমবার বলেন, যুক্তরাষ্ট্রের আইনে প্রেসিডেন্টরা নির্দিষ্ট পরিস্থিতিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে এবং জরুরি ক্ষমতা প্রয়োগ করতে পারেন। আর ‘সামরিক বাহিনী ব্যবহার করে বিতাড়ন কার্যক্রম পরিচালনা করা’ সেই নির্দিষ্ট বিষয়গুলোর মধ্যে পড়ে না।

যাযাদি/ এম