পাকিস্তান ছাড়ছেন লাখো যুবকেরা

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ১৭:১০

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের ৪০ শতাংশ মানুষ উন্নত জীবনের আশায় মাতৃভূমিতে থাকতে চাচ্ছেন না। চাকরির চেষ্টায় বা চাকরি নিয়ে চলে যাচ্ছেন বিদেশে। 

পরিসংখ্যান বলছে, গত তিন বছরে কম করে ১০ লক্ষ দক্ষ শ্রমিক পাকিস্তান ছেড়ে বাইরে চলে গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন চিকিৎসক, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে হিসাবরক্ষক এবং ম্যানেজার। এঁদের বেশির ভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান।

কোনও দেশের মেধাবীরা যদি ভাল প্রস্তাব পেয়ে বাইরের দেশে চলে যান, তা হলে তাকে ‘ব্রেন ড্রেন’ বলে। যেমনটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে।

ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় করাচিতে এক অনুষ্ঠানে গবেষণার এসব তথ্য তুলে ধরা হয়।

কিন্তু কেন এ ভাবে ‘ব্রেন ড্রেন’ হচ্ছে পাকিস্তানে? কেন নিজেদের দেশ ছেড়ে পালানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন পাকিস্তানের মধ্যবিত্ত পরিবারের মেধাবী যুবারা?

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের এই পরিস্থিতির জন্য দায়ী সে দেশের ভঙ্গুর অর্থনীতি এবং লাগামছাড়া মূল্যবৃদ্ধি। সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনেও তেমনটা উঠে এসেছে।

উল্লেখ্য, বিগত প্রায় আড়াই বছর ধরে পাকিস্তানের অর্থনৈতিক হাল বেহাল। সে কথা এখন আর কারও অজানা নয়। বহু দিন ধরেই সে দেশ আর্থিক সঙ্কটের মুখে রয়েছে। তা থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টা করেও বিশেষ সুবিধা করতে পারেনি ভারতের প্রতিবেশী।

তার মধ্যেই সেই দেশের সরকার উল্টেছে। ক্ষমতা গিয়েছে তদারকি সরকারের হাতে। নতুন সরকার গড়ার জন্য নির্বাচন হয়েছে। ফলঘোষণা হয়েছে। নতুন প্রধানমন্ত্রীও নির্বাচিত হয়েছেন।

তার পরেও অর্থনৈতিক টানাপড়েনে জর্জরিত পাকিস্তান। ইসলামাবাদের মাথায় যে পাহাড়প্রমাণ ঋণের বোঝা চেপেছে, তা-ও কমেনি। যার প্রভাব গিয়ে পড়েছে সে দেশের বাজারে। পাকিস্তানে জিনিসপত্রের মূল্যও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সাধারণ জিনিসপত্র কিনতে ছেঁকা খাচ্ছেন পাকিস্তানের আমজনতা।

ব্লুমবার্গের ওই প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ থেকে রান্নার গ্যাস এবং পেট্রোপণ্যের দাম বাড়িয়েছে পাকিস্তানের সরকার। যার ঠেলা সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সে দেশের সাধারণ মানুষকে।

প্রতিবেদন অনুযায়ী, এমনও অনেক পাকিস্তানি রয়েছেন যাঁদের ঘরভাড়া এবং বিদ্যুৎ বিল বাবদ প্রায় একই পরিমাণ টাকা গুনতে হচ্ছে।

অন্য একটা সমীক্ষা অনুযায়ী, পাকিস্তানের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে, ভারতের প্রতিবেশী দেশে সংসার চালাতে কেউ কেউ একসঙ্গে দু’-তিনটে চাকরি করছেন। কেউ কেউ আবার পরিচিতদের কাছ থেকে ধারের পর ধার করে যাচ্ছেন।

ওই সমীক্ষা বলছে, পাকিস্তানের প্রায় ৭৪ শতাংশ মানুষকে মাসের খরচ চালাতে বেগ পেতে হচ্ছে। গত বছরের তুলনায় এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৪ শতাংশ।

বেহাল অবস্থা পাকিস্তানের চাকরির বাজারেরও। চাকরি তো নেই-ই, তার উপর আবার সম্প্রতি দেড় লাখ সরকারি কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা নিয়ে আঙুল উঠেছে শাহবাজ শরিফ সরকারের দিকে।

সব কিছু মিলিয়ে পরিস্থিতি এমনই যে, ভবিষ্যতের কথা চিন্তা করে নাকি পাকিস্তান ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন সে দেশের মধ্যবিত্ত পরিবারের মেধাবী যুবক-যুবতীরা। অনেকেরই চিন্তা, পাকিস্তানে থেকে গেলে কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে তাঁদের। পাকিস্তানের বহু মানুষের মতো জীবন কাটাতে হতে পারে দারিদ্রের মধ্যে।

আর সেই কারণেই মোটা বেতনের চাকরি এবং সুখস্বাচ্ছন্দ্যের কথা ভেবে দেশ ছাড়ছেন তাঁরা। আর তারই সুযোগ নিচ্ছে বিদেশি সংস্থাগুলি। ‘ব্রেন ড্রেন’ হয়ে যাচ্ছে পাকিস্তানের।

সূত্র: আনন্দবাজার

যাযাদি/ এম