আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নিজেকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প।
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নির্বাচনী পর্যবেক্ষণ অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, 'আমেরিকা আমাদেরকে একটি শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে। আমরা আমাদের দেশের জন্য সহায়তা করব'। তিনি আরও বলেন, 'আমি সীমান্ত বন্ধ করতে যাচ্ছি এবং আমাদের দেশের সবকিছু ঠিক করতে যাচ্ছি।'
ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগামী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন। ফক্স নিউজ তাদের পূর্বাভাসে জানিয়েছে, ট্রাম্প এখন পর্যন্ত ২৭৭ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের ঝুলিতে রয়েছে ২২৬ ইলেক্টোরাল ভোট। প্রেসিডেন্ট হতে উভয় প্রার্থীর জন্য প্রয়োজন ২৭০ ইলেক্টোরাল ভোট। সে হিসেবে ট্রাম্প-ই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া বাকি এখনও। ট্রাম্পের রানিং মেট, সেনেটর জেডি ভ্যান্স সমর্থকদের সামনে বলেন, "আমরা আজকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক পুনরুত্থান দেখলাম।"
ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, যিনি দোষী সাব্যস্ত হয়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং ওভাল অফিসে বসবেন। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলার রয়েছে, যার মধ্যে প্রাপ্তবয়স্ক সিনেমা তারকা স্টর্মি ড্যানিয়েলসের সাথে সম্পর্কিত মামলাও চলমান।
স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্কের পর ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার মুখ বন্ধ রাখতে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এই টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখার জন্য ট্রাম্প তার ব্যবসায়িক সংস্থার নথিপত্রে জালিয়াতি করেছিলেন। এই অভিযোগ প্রমাণিত হওয়ার পর ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়, এবং নভেম্বরের শেষের দিকে তার সাজা ঘোষণা হতে পারে।
ট্রাম্পই হবেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি দুইবার অভিশংসিত হয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন ।
যাযাদি/ এসএম