মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প ২৩০, কমলা ২০৯

প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৪, ০৯:০১ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ১১:১৫

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির গণমাধ্যমগুলো অঙ্গরাজ্য-ভিত্তিক ফলাফল ঘোষণা করছে। সর্বশেষ আপডেট অনুযায়ী রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় এবং ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস ম্যাসাচুসেটসে জয়ী হয়েছেন।

বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও ভয়েস অব আমেরিকা। ২৩০ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। কমালা হ্যারিস পেয়েছেন ২০৯ টি ইলেকটোরাল কলেজ ভোট। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত ২৭০টি ভোট।

যাযাদি/ এসএম