ইসরায়েলে হামলার পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছে ইরান

প্রকাশ | ০৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৯

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিমান হামলার জবাবে দখলদার দেশটিতে পাল্টা হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইরান। এখন হামলার সময় ও ক্ষণ নিয়ে আলোচনা চলছে।

ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার ও আইনপ্রণেতা ইসমাইল কাউসারি এই তথ্য জানিয়েছেন। খবর তেহরান টাইমসের।

গত কয়েক মাসে ইরান ও ইসরায়েল পরস্পরের ওপর একাধিকবার হামলা চালিয়েছে। সর্বশেষ গত ২৬ অক্টোবর ইরানে হামলা চালায় ইসরায়েল। দখলদার দেশটির হামলায় তেহরানসহ ইরানের কয়েকটি প্রদেশের সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। এই হামলায় ইসরায়েলি বাহিনী শতাধিক যুদ্ধবিমান ব্যবহার করে।

হামলার পর ইসরায়েলের পক্ষ থেকে পাল্টা হামলা না চালাতে ইরানকে হুঁশিয়ারি দেওয়া হয়। ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও ইরানকে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানায়।

তবে ইরান এই হামলা জবাব দেওয়ার অধিকার রাখে বলে আগেই ঘোষণা দিয়েছে। এছাড়া সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলে হামলা চালানোর জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।

যাযাদি/ এস