আমরা পৃথিবীতে শান্তি চাই, মধ্যপ্রাচ্যে শান্তি চাই: ডোনাল্ড ট্রাম্প

প্রকাশ | ০২ নভেম্বর ২০২৪, ১৬:৪৬

যাযাদি ডেস্ক
ছবি :ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে শেষ সময়ে নিজেদের সবটুকু দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। 

এদিকে মিশিগানের ডিয়ারবর্ন শহরে আরব আমেরিকান সমর্থকদের সঙ্গে দেখা করে তাদের কথা শুনেছেন ট্রাম্প।

সে সময় সমর্থকরা ট্রাম্পকে বলেন, তারা এমন একটি সময়ের কথা কল্পনা করছেন যেখানে ট্রাম্প প্রশাসনের অধীনে বিশেষ করে লেবানন এবং ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা হবে।

গত শুক্রবার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের সঙ্গে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের বৃহত্তম আরব-সংখ্যাগরিষ্ঠ শহরের বাসিন্দা আলবার্ট আব্বাস বলেন, বর্তমান এই মার্কিন প্রশাসন মানবতার সব দিক থেকে চরমভাবে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ফিলিস্তিনকে মুছে ফেলার যে প্রচেষ্টা তা দেখে তিনি নীরবে দাঁড়িয়ে থাকতে পারবেন না। এভাবে রক্তপাত বন্ধ করতে সহায়তা করার জন্য ট্রাম্পকে অনুরোধ জানান তিনি।

সে সময় ট্রাম্প জানান, তিনি মধ্যপ্রাচ্যে শান্তি চানান। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, আমরা শান্তি চাই। আমরা পৃথিবীতে শান্তি চাই, সব জায়গায়, সর্বত্র শান্তি চাই।

যাযাদি/ এম