শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ইসরায়েলের হামলায় গাজায় ৫০ শিশুসহ নিহত ৮৪

যাযাদি ডেস্ক
  ০২ নভেম্বর ২০২৪, ০৯:২০
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরতা অব্যাহত রয়েছে। গাজার উত্তরাঞ্চলে দুটি বহুতল আবাসিক ভবনে ইসরাইলি হামলায় ৮৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৫০ জনের বেশি শিশু রয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় ।খবর আল জাজিরার।

ওই দুটি বহুতল আবাসিক ভবনে ১৭০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন গণমাধ্যম দফতর বলছে, ওই এলাকাটি অবরুদ্ধ করে ইসরায়েল বাহিনীর অব্যাহত বোমা হামলার কারণে সেখানে উদ্ধারকর্মীরা যেতে পারছেন না। ওই এলাকায় কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবা কিংবা ত্রাণসহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না।

তবে উত্তর গাজার ঠিক কোনো জায়গায় এই হামলা চালানো হয়েছে, তা নির্দিষ্ট করে বলেনি গণমাধ্যম দফতর।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকাটি অবরুদ্ধ করে ইসরাইলি বাহিনীর অব্যাহত বোমা হামলার কারণে সেখানে উদ্ধারকর্মীরা যেতে পারছেন না। ওই এলাকায় কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবা কিংবা ত্রাণসহায়তা দেয়া সম্ভব হচ্ছে না।

এদিকে গাজা ও লেবাননে যুদ্ধবিরতি নিয়ে গুঞ্জন উঠলেও নেতানিয়াহু বাহিনীর অমানবিক আগ্রাসন যেন আরও বেড়েছে। এই অবস্থায় ইসরাইলের স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির প্রস্তাব মানবে না হামাস। শুক্রবার হামাসের মুখপাত্র সামি আবু জুহরি আলজাজিরাকে জানান, বন্দিদের মুক্ত করার জন্য স্বল্পমেয়াদী এ চুক্তি ইসরাইলের এক নতুন পাঁয়তারা। গাজায় যুদ্ধ বন্ধ না করেই বন্দিদের ফেরত চাওয়ার বিষয়টিকেও হামাস নাকচ করে দিয়েছে বলে জানান তিনি। বন্দিদের ফেরত পেলেও নেতানিয়াহু বাহিনী আবারও বোমা হামলা শুরু করতে পারে বলে শঙ্কা গোষ্ঠীটির।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে