ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের ইঙ্গিত : লেবানন
প্রকাশ | ০১ নভেম্বর ২০২৪, ২০:৪৬
ইসরায়েলের আক্রমণ ‘বিস্তৃতির’ সমালোচনা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। দেশটিতে তাদের এই আক্রমণ এক মাসের বেশি সময় ধরে চলা সংঘর্ষের পর একটি যুদ্ধবিরতির প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করার ইঙ্গিত দিচ্ছে। শুক্রবার এক বিবৃতিতে এই কথা বলেন তিনি। তথ্যসূত্র : এএফপি
মিকাতি বলেন, ‘লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পরিধির নতুন করে সম্প্রসারণ, পুরো শহর ও গ্রামগুলোকে জনসংখ্যা সরিয়ে নেওয়ার জন্য বারবার হুমকি এবং ধ্বংসাত্মক অভিযানের মাধ্যমে বৈরুতের দক্ষিণ শহরতলিকে নতুন করে লক্ষ্যবস্তু করাসহ ঘটনাগুলো ইসরায়েলি শত্রæদের যুদ্ধবিরতির প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করারই ইঙ্গিত দেয়।’
লেবাননে যুদ্ধের অবসান ঘটাতে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করতে সফররত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাক্ষাতের একদিন পরই মিকাতির এই বিবৃতি এসেছে।
লেবানিজ প্রধানমন্ত্রী আরও বলেন, ইসরায়েলের কূটনৈতিক আচরণ ইঙ্গিত দেয়, তারা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করছে।
প্রধানমন্ত্রী মিকাতি বলেন, ‘ইসরায়েলের বিবৃতি ও কূটনৈতিক যে সংকেত লেবানন পেয়েছে, তা প্রস্তাবিত সমাধান প্রত্যাখ্যান করার এবং হত্যা ও ধ্বংসের পদ্ধতির ওপর জোর দেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের একগুঁয়েমিকেই নিশ্চিত করে।’
যাযাদি/ এসএম